আমি ১টা নেট বুক কিনতে চাই।
বাজেটঃ ২৫ হাজার থেকে ৩০ হাজার
কি কি চাইঃ
১। ছোট বই এর মত ইউজ করতে চাই
২। নোটবুক এর মত কনফিগার, যাতে নোটবুক এ চলে এমন বড় সফট গুলা চালাতে পারি (যেমন ড্রীম ওয়েভার, অফিস , উইন্ডোজ ৭ আলটিমেট)
৩। শুধু পড়া লেখা করব, সাথে বাইরে কাজ করব যেগুলা নোটবুজ এ করি।
৪। স্ক্রীন সাইজ ১০ বা ১১ এর বেশি না।
শুন্তেছি, নেটবুক এ নাকি নোটবুক এর মত কাজ করা যায় না, বড় সফট গুলা চলে না। খালি ঠেকার কাজ গুলা চলে। প্লিজ, বুদ্ধি দেন।
পাশাপাশি বলিঃ আমার ডেস্কটপ আছে, নোট বুক ও আছে। কিন্তু, নোটবুক নিয়া ঘুরা খুব কষ্ট, তাই নেটবুক দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।