আমাদের কথা খুঁজে নিন

   

নেটবুক কিনতে চাই ... প্লিজ হেল্পান



আমি ১টা নেট বুক কিনতে চাই। বাজেটঃ ২৫ হাজার থেকে ৩০ হাজার কি কি চাইঃ ১। ছোট বই এর মত ইউজ করতে চাই ২। নোটবুক এর মত কনফিগার, যাতে নোটবুক এ চলে এমন বড় সফট গুলা চালাতে পারি (যেমন ড্রীম ওয়েভার, অফিস , উইন্ডোজ ৭ আলটিমেট) ৩। শুধু পড়া লেখা করব, সাথে বাইরে কাজ করব যেগুলা নোটবুজ এ করি।

৪। স্ক্রীন সাইজ ১০ বা ১১ এর বেশি না। শুন্তেছি, নেটবুক এ নাকি নোটবুক এর মত কাজ করা যায় না, বড় সফট গুলা চলে না। খালি ঠেকার কাজ গুলা চলে। প্লিজ, বুদ্ধি দেন।

পাশাপাশি বলিঃ আমার ডেস্কটপ আছে, নোট বুক ও আছে। কিন্তু, নোটবুক নিয়া ঘুরা খুব কষ্ট, তাই নেটবুক দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.