আমাদের কথা খুঁজে নিন

   

নেটবুক পাইয়া সামুতে প্রত্যাবর্তন

প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।

একটা নেটবুক কিনলাম। Asus 1215T মডেল। এখন থাইকা আর কারেন্ট গেলে কোনো সমস্যা নাই।

আরাম কইরা নেট ব্যাবহার করবার পারুম। মাঝখানে কয়েকদিন কারেন্টে খুব জালাইছে। আমার পিসি টা মোটামুটি হ্যাং করার মতো অবস্থায় নিয়া গেছিলো। এখন আর কোনো সমস্যা নাই। ৪ ঘন্টা ব্যাকআপ পামু।

এতেই চলবো। সামুতে আবার মাইনাস বাটন নাই। এতেও ভিসন সুবিধা হইছে। এখন থাইকা মনের সব কথা এইখানে খুইলা কইতে পারমু। হে হে হে কথাগুলা ভাইবাই তো মন খুশিতে ভইরা উঠতেছে।

কি মজা,কি মজা। সুতরাং সামু বাসি সাবধান, করে দিবো সব খান খান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.