আমাদের কথা খুঁজে নিন

   

নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড)

দীপ জ্বেলে যাই

মূল পোস্ট দেখতে পারেন আমার ওয়ার্ডপ্রেস ব্লগেঃ Click This Link প্রায় চার মাস ধরে ব্যবহার করছি এসার এস্পায়ার ওয়ান এওডি২৫০ নেটবুক। এটা কেনার আগে কিছুদিন নেটে ঘাটাঘাটি আর বাংলাদেশের তথা ঢাকার বাজার ঘুরেফিরে দেখার ফলে নেটবুক সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে ভাবলাম, এটা নিয়ে একটা পোস্ট দেয়াই যায়। কি জিনিস এটা? দুনিয়াজোড়া চলছে পোর্ট্যাবিলিটি আর ওয়্যারলেসের জয়জয়কার। ডেস্কটপ থেকে ল্যাপ্টপ। তবু প্রচলিত ল্যাপটপগুলোর ওজন বেশি হওয়ায় সেগুলো বহন করা বিরক্তিকর।

আর তাই স্মার্ট তারুন্যের ঝোঁক এখন হালকা ওজনের ছোট সাইজের মেশিনটার দিকে যার নাম নেটবুক। মূলতঃ তারহীন ইন্টারনেট (Internet+ Notebook= Netbook), ডকুমেন্টের কাজকর্ম ও হালকা গান বাজনা দেখা বা শোনার মেশিন এটা। ও, দাম পড়ে গড়ে ত্রিশ হাজার টাকা। (এই সময়ে এটাকে ছোট এমাউন্ট বলার জো নেই)। দূর্বলতা নেটবুকে ডিস্ক ড্রাইভ পাবেননা।

ডিস্ক রিড রাইট করতে ইঊএসবি এক্সটার্নাল একটা কিনে নিতে হবে। আর পর্দা হবে ছোট। পর্দা ছোট বলে চোখে প্রেশার পড়তে পারে। ভারী কাজ করা যাবেনা। উঁচুমানের ছবি বা ভিডিও এডিটিং অথবা থ্রিডি গেইম খেলতে গেলে হোঁচট খেতে হবে।

লেনোভো আইডিয়াপ্যাড এস১২ (আসছে), এসার এস্পায়ার ৭৫১, এইচপি এনবি২০৫ –এ এইচডি মুভি বা গেম খেলা যাবে বলছে। কেনার সময় যা যা খেয়াল রাখবেনঃ ১। ব্র্যান্ড বিশ্ববাজারে নেটবুক এনেছে সনি, আসুস, এসার, তোশিবা, স্যামসাং, গিগাবাইট, বেনকিউ, এইচপি, ডেল, লেনোভো, প্রোলিঙ্ক। আইডিবিতে ফ্লোরায় কাজ করেন, আমার ঘনিষ্ট একজন আমাকে এইচপির কোনটাই, এমনকি ল্যাপটপও না কিনতে পরামর্শ দিয়েছিলেন। প্রোলিঙ্ক নন-প্রফেশনাল।

আমি সনি, স্যামসাং, আসুস ও ডেল প্রেফার করি। ২। প্রসেসর, ওএস, র‌্যাম, হার্ডডিস্ক নেটবুকে সচরাচর ইন্টেল এটম প্রসেসর (১.৬৬ গি হা) থাকে। নব্বই শতাংশয় জেনুইন এক্সপি হোম (সার্ভিস প্যাক ৩) দেয়া থাকে। কোনটায় ভিস্তা পাওয়া যায়।

এখন অবশ্য সেভেন স্টার্টার এডিশন দিচ্ছে। একটা ব্লগ ফোরামে একজন লিখেছে, ভিস্তায় তার নেটবুক স্লো। লিনাক্স ইউজাররা যাচাই করে নেবেন, লিনাক্স চলবে কিনা। র‌্যাম ১ জিবি। দেখে নিতে পারেন আপগ্রেডেবল কিনা।

একটা সূত্রে দেখেছি, এক্সপি থাকলে র‌্যাম ১ জিবির বেশী বাড়ানো যায়না। তোশিবা এনবি২০৫ দুই জিবি। হার্ডডিস্ক গড়ে ১৬০ জিবি। ৩। পর্দা আগেই বলেছি পর্দা ছোট।

২০০৭-এ প্রথম নেটবুক বাজারে আনে আসুস (৪জিবি) যার পর্দা ছিল ৭ ইঞ্চি। এখন ৭০% নেটবুক ১০.১” পর্দার, রেজুলেশন ১০২৪::৬০০। কয়েকটা মডেল (বেনকিউ জয়বুক ইউ১২১, এসার এস্পায়ার ৭৫১) ১১.৬” পর্দার। গিগাবাইট টি১০২৮ তেরো ইঞ্চি। ৪।

ব্যাটারী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটিং-এ গেলেন, ঘন্টা দুই নেটবুক টিপাটিপি বা নেট ইউজ করলেন, আর একটা লো ব্যাটারী সিগনাল দিয়ে বন্ধ হয়ে গেলো। নেটবুকের তাৎপর্যটাই গেলো। ৩ সেলের যেকোনটাকে না বলুন। অন্ততঃ ৬ সেল ব্যাটারীর নেটবুক চান দোকানীর কাছে।

৫ থেকে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ পাবেন। ৫। ওজন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরে হালকা ওজন বলেই তো নেটবুক কিনতে চাইছেন। গড়ে ১.২৫ কেজি পাবেন।

৬ সেলের নেটবুক ওজনে সামান্য বেশী হয়। তা হোক। আমারটা ১.১৮ কেজি। অতি সহজে বহনযোগ্য। ৬।

কানেক্টিভিটি নেটবুকে ওয়াইফাই ৮০২.১১ বি/জি, মালটি-ইন ওয়ান কার্ড রিডার, ২/৩টা ইউএসবি পোর্ট, ওয়েবক্যাম থাকে। সব মডেলে যেটা থাকেনা তা হোল ব্লুটুথ। যারা আমার মত মোবাইল মডেম দিয়ে নেট ইউজ করেন তারা অবশ্যই ব্লুটুথ (অপশনাল নয়, বিল্ট ইন) দেখে নেবেন। ইউএসবি ক্যাবলের কোন ঝামেলা থাকবেনা। চাইতে পারেন বিল্ট ইন থ্রিজি মডেম।

সিম কার্ড ঢুকিয়ে নেট ইউজ করবেন। মডেম কিনতে হবেনা। আর দেখুন ভিজিএ আউট ও ইথারনেট পোর্ট আছে কিনা। তাহলে কি দাঁড়ালো? ২জিবি বা আপগ্রেডেবল ১জিবি র‌্যাম, ৬ সেলের ব্যাটারী আর ব্লুটুথ। মাস্ট।

থ্রিজি মডেম পেলে ভালো। স্ক্রিন সাইজ, কালার, ডিজাইন আপনার অভিরুচি। উচ্চতা ১ ইঞ্চির মধ্যে হলে স্মার্ট দেখায়। টাচপ্যাডটা যেন দূর্বল না হয়। ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে।

কখন কোন ফল্ট বের হয়, বলা যায়না। ঢাকার বাজার কিছুটা হতাশাজনক। আসুস আসুস ইপিসি (eeePC) সিরিজে বের করেছে ভালো কিছু মডেল (Asus eeePC 1000HE, eeePC 1008HA, eeePC 1000H,1005HA)। 1000HE ছিলো আমার টার্গেট। কিন্তু ঢাকায় এগুলোর কোনটাই নেই।

কবে আসবে ঠিক নেই। যে কয় মডেলের আছে তা মূলত বাচ্চাদের খেলনা। গ্লোবাল ব্র্যান্ড এনেছে ইপিসি ১০০৫এইচএ। ঝিনুক ডিজাইনের এই মেশিন আল্ট্রা থিন। ৩/৬ সেল অপশন আছে- দেখে কিনবেন।

দাম ৩৩ হাজার হতে পারে। আইডিবির তিনতলায় টেকনোএজ-এ এই মূহুর্তে আছে আসুস ইপিসি ১০০১পিজি। এটাতে আছে বিল্ট-ইন থ্রি-জি মডেম। দাম ৩১,৫০০ টাকা। এসার ঢাকায় এখনো আছে এসার এস্পায়ার ওয়ান AOD250. দাম ২৬,০০০ টাকা।

৬সেলের ব্যাটারী, ব্লুটুথ আছে। ডিজাইন সুন্দর। হালকা। আমি এটাই কিনেছি। পর্দা ক্রিস্পী।

এস্পায়ার ৭৫১ মডেলটা ১১.৬”। এইচডি সাপোর্টেড (এসার দাবী করে)। দেখতে ভালোই। (নেটে বিভিন্ন রিভিউ ফোরামে সবসময় সঠিক বা আপডেটেড তথ্য দেয়া থাকেনা। কাজেই বিভ্রান্ত হবেননা।

বিখ্যাত সি নেট রিভিউ-তে লেখা, এস্পায়ার AOD250 তে ব্লুটুথ নেই আর ৩সেলের ব্যাটারী, যা সঠিক নয়। ) তোশিবা ৩২,০০০ টাকায় পাওয়া যাবে তোশিবা এনবি২০০। ভাল কনফিগারেশন, কিন্তু রংটা আমার ভালো লাগেনি। এনবি২০৫ এইচডি সাপোর্টেড। বেনকিউ বেনকিউ ইউ১২১ দারুন দেখতে।

৬সেল। ১১.৬” পর্দা। আমার ২য় পছন্দ ছিল। অল্প ক’দিন আগে ঢাকার বাজার হতে শেষ হয়ে গেছে। আরো ডিটেইল খুঁজলে এখনো পাওয়া যেতে পারে।

এখন যেটা পাওয়া যায়, বেনকিউ ইউ১০১। ১০ ইঞ্চি। ৩সেল, ৬সেল –দুভাবেই পাওয়া যায়। দেখতে কিউট। ফুজিটসু ফুজিটসু এম১০১০ মাত্র ৮.৯” পর্দা।

খেলনা খেলনা লাগে। দাম ৩০,০০০-এর নিচে। ফুজিটসু কিন্তু জাপানে তৈরী। এইচপি এইচপি মিনি১১০ আছে ১০ ইঞ্চির। ৩ সেল।

এটার সুবিধা হোল পর্দায় লাইট রিফ্লেক্ট করেনা। ফলে এলসিডি বিভিন্ন এঙ্গেল থেকে একইরকম স্বচ্ছ দেখায়। দাম ২৯,০০০। এইচপি মিনি ২১৪০-এর ফিচার ভালোই। এর সাদা কালো রংএর কম্বিনেশন বেশী ভালো লাগেনি আমার।

দাম ৩২,০০০ টাকা। লেনোভো লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের দুইটা মডেল ঢাকায় আছে। এস৯ ও এস১০। দেখতে ভাল। দাম ২৬,০০০।

লেনোভোর ওয়েবে পেয়েছিলাম, এগুলোতে ব্লুটুথ নেই। ঢাকায় দোকানীরা বলছে, আছে। দেখে কিনতে হবে। ডেল ডেল খুব সুন্দর ল্যাপটপ বানালেও নেটবুক বানিয়েছে বিশ্রী, অন্ততঃ ঢাকায় যে দু’একটা মডেল পাওয়া যায়। স্যামসাং স্মার্ট টেকনোলজিস নতুন এনেছে স্যামসাং এর এনপিসি নেটবুক।

একটি এন১৪৮, যার ব্যাটারী ৬ সেল (৮.৫ ঘন্টা ব্যাকাপ)। আরেকটি মডেল এন২১০, দেখতে ভীষণ কিউট, যার ব্যাটারীও ৬ সেল (১২ ঘন্টা ব্যাকাপ!!)। এগুলোর দাম গড়ে ২৯,০০০ টাকা। গিগাবাইট গিগাবাইট টাচনোট টি১০২৮ মডেলের একটি অসাধারণ নেটবুক এনেছে এক্সেল টেকনোলজিস। দেখতে স্মার্ট।

এটার স্ক্রিণ ঘোরানো যায়। ৩.৫জি সাপোর্টেড। দাম একটু বেশী, ৩৯,৯০০ টাকা। এখন আইপ্যাডের জোয়ার চলছে বিশ্বব্যাপী। আইপ্যাড এখনো পুরোপুরি নেটবুকের বিকল্প হয়ে উঠেনি অবশ্য।

এইচপি 'স্লেট' নামে নতুন নেটবুক আনছে। আইপ্যাডের মত, টাচস্ক্রীন। কিপ্যাড নাই। দাম হতে পারে ৪০,০০০ টাকা। আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী।

আমি টেকি এক্সপার্ট না। সীমিত জ্ঞান থেকে লিখলাম। তবু আপনাদের কাজে লাগলে ধন্য হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.