আমাদের কথা খুঁজে নিন

   

দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত এক বাচালের অতিকথন ।

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । কিছুই বলার নেই । অন্য সবার মত আমিও আক্ষরিক অর্থে চোখ থাকতেও অন্ধ , মুখ থাকতেও বোবা, কান থাকতেও বধীর । ইন্দ্রিওগুলা খোলা রেখে পরিস্থিতি অনুযায়ী সত্য বুঝার চেষ্টা করলে আবার মহামুল্যবান ছাগু ট্যাগ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পরিস্থিতি যাই হওক চুপ থাকি বা চুপ থাকার প্রানান্তর চেষ্টা করি । যাই হওক আজকে আবার কিছু বলার জন্য মুখটা নিশপিশ করছে তাই বলা শুরু করলাম ইচ্ছা হলে এই বাচালের বকবকানিটা একবার পড়ে দেখতে পারেন ।

হলমার্ক কেলেংকারীর মাধ্যমে ৪০০০ কোটি টাকা উধাও হয়ে গেলেও যেখানে কর্তাদের এই টাকা অতি সামান্য বলে মনে হয় সেখানে দূর্নীতির বিচার চাওয়া আর উলুবনে মুক্ত ছড়ানো একই কথা তার পরেও না হয় উলুবনে মুক্ত ছড়াতাম কিন্তু যখন দেখি পদ্মা ব্রিজ কেলেংকারীর সূচনা যার হাত ধরে সেই ব্যক্তিটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটির কাছে পায় দেশপ্রেমিকের সার্টিফিকেট তখন আমার মূর্ছা যাবার জোগার হয় । দেশের অভ্যন্তরিন নিরাপত্তা ব্যবস্থা কতটুকু নিরাপদ আছে তাতো সবাই জানেনই আমি আর কি বলবো যেখানে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীও সাধারন ক্ষমায় মুক্তি পায় সেখানে সাধারন মানুষের নিরাপত্তা ব্যাবস্থা কতটুকু নিরাপদ আছে ভাবতে গিয়ে মাথার এ্যন্টেনা সিগনাল দেওয়া বন্ধ করে দেয় মানে আমার দেহঘরীর সিপিঊ পুরা ডাওন মারে । শেয়ার বাজার কেলেংকারীতে ৩০ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী পথে বসার পরও এর পেছনে থাকা দরবেশ বাবারা কি মন্ত্র বলে ধরাছোয়ার বাইরে থাকে তা ভাবতে গিয়ে আমার দেহঘরির হার্ডডিস্ক ক্রাশ করার উপক্রম হয় । তাই ভেবে ভেবে আরা মাথা নষ্ট না করার স্বিদ্ধান্তটা একদম পারফেক্ট মনে হয় কিন্তু এই নাদান চুপ থাকতে পারেনা মুখ ফসকে তারপরেও কথা বের হয়ে যায় । যাই হওক অনেক ক্যাচাল করলাম আমার এই ক্যাচালে কেউ রাগ করলে আমার কিছুই করার নাই ।

আল্লাহ হাফেজ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.