সোমবার ভোরে কাশিপুর সীমান্ত এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।
যশোর-২৬ ব্যটালিয়ান বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ট্রাক থেকে ১ হাজার ৭০০ পিস ভারতীয় শাড়ী ও ৩ হাজার ৬৫০ পিস বিভিন্ন ধরনের তৈরি পোশাক উদ্ধার করা হয়েছে। এসব কাপড়ের আনুমানিক মূল্য চার কোটি টাকা।
আটক মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।