রোববার দুপুর ১টার দিকে ত্রিমোহনী শ্যামলাগাছি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুরের মো. শাহজাহান (৪০)।
আহত চারজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ জনকে ভর্তি করা হয়েছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ১০ জনকে।
বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের টিটি শেখ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন লাইনের পাশাপাশি রয়েছে একটি সড়ক।
রাস্তার পাশের একটি ধানের চাতাল থেকে বের হচ্ছিল ধানের তুষবোঝাই একটি ট্রাক।
এ সময় ট্রাকটি একটি মোটরসাইকেলকে পাশা কাটানোর সময় ঘোরার চেষ্টা করলে পাশের চলমান ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ট্রাকের একপাশ চিন্নভিন্ন হয়ে যায় এবং ট্রেনের একটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ট্রেনের ওই বগিতে থাকা যাত্রীদের একজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেনাপোল থানার ওসি ছয়রুদ্দীন বলেন, ট্রেন রাস্তার পাশেই চাতালের রাস্তা। একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ঘোরার সময় ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দাবাজারের ইব্রাহীম (২০), খুলনার ময়লাপোতার সাগর (২৩) ও ডুমুরিয়ার কোনালী গ্রামের রিপন (২৪)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।