আমাদের কথা খুঁজে নিন

   

টিকেটের লাইনে ভাড়া করা লোক

সোমবার ট্রেনের আগাম টিকেট বিক্রির চতুর্থ দিনেও কমলাপুরে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির জন্য নির্ধারিত ২০টি কাউন্টার থেকে ৭ অগাস্টের টিকেট দেওয়া হয় এদিন।
নারীদের জন্য নির্ধারিত কাউন্টারের লাইনে কথা হলো আকলিমা বেগমের সঙ্গে। ২০০ টাকার বিনিময়ে রাত থেকেই আরেকজনের জন্য ‘সিরিয়াল’ ধরে রেখেছেন বলে জানালেন তিনি।
সালেহা বিবিও এমনই একজন।

থাকেন কমলাপুর স্টেশনের আশপাশেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালেহা বলেন, “পুরুষগো লাহান মাইয়ারা তো আর সারারাইত স্টেশনে থাকতে পারে না। আমারে দেড়শো টাকা দিব কইছে। তাই রাইত থেইকা লাইনে আছি। ”
খোঁজ করতে করতে পুরুষদের লাইনেও দেখা মিললো এমন একজনের।

সোহাগ মিয়া লাইনে দাঁড়িয়েছেন রোববার রাত সাড়ে ১২টায়। আর এ কাজের জন্য তিনি নিচ্ছেন তিনশ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহাগ বলেন, “কাউন্টারের কাছাকাছি আইলে সাহেবরে ফোন দিমু। হেয় তখন ট্যাকা দিয়া টিকিট নিবো। ”
শুক্রবার অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনে ৪ অগাস্টের টিকিট দেয়া হয়।

আর ৩০ জুলাই দেয়া হবে ৮ অগাস্টের টিকিট। ফিরতি টিকেট দেওয়া হবে ২ থেকে ৬ অগাস্ট।
কমকর্তারা জানান, ট্রেনের আগাম টিকিটের ৬৫ শতাংশ বিক্রি করা হচ্ছে সরাসরি কাউন্টার থেকে। মোবাইল ফোনের এসএমএস ও ই-টিকিটিংয়ের মাধ্যমে ২৫ শতাংশ টিকেট বিক্রি হবে। এর বাইরে পাঁচ শতাংশ টিকেট রেলওয়ের কর্মচারীদের ও পাঁচ শতাংশ ভিআইপিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।


প্রতিবছরের মতো এবারো ঈদে বাড়তি যাত্রী পরিবহনের জন্য প্রায় সবকটি ট্রেনের সঙ্গে জুড়ে দেয়া হবে অতিরিক্ত বগি। পাশাপাশি ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনা রেলপথে বাড়তি তিনটি ট্রেন চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.