আমাদের কথা খুঁজে নিন

   

Muhammad: Legacy of a Prophet

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

Muhammad: Legacy of a Prophet আমেরিকার Public Broadcasting Service (PBS) এর একটি documentary film যা ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ) এর জীবণীর উপর ভিত্তি করে তৈরী।YouTube এ পুরো documentary film টি ১২টি পর্বে ভাগ করে upload করা আছে।আমার মতে মুহাম্মাদ (সাঃ) এর জীবণী নিয়ে যত documentary film তৈরী হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই film টি।এই documentary film টিতে Karen Armstrong, John Voll, Seyyed Hossein Nasr সহ কয়েকজন বিখ্যাত ধর্মান্তরিত মুসলিমের (Hamza Yusuf Hanson,Mohamed Zakariya,Michael Wolfe ) গুরুত্বপূর্ণ মন্তব্য শুনতে পারবেন।এছাড়া আমেরিকাতে মুসলিমরা কিভাবে জীবনযাপন করে তারও একটা ধারণা পাওয়া যাবে। আমি আপনাদের জন্য YouTube এর সবগুলো লিন্ক এইখানে পোস্ট করলাম, সেইসাথে সবাইকে অনুরোধ করছি film টি দেখার জন্য। তথ্যসূত্রঃ http://www.pbs.org/muhammad/ http://www.imdb.com/title/tt0396743/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।