সারা দেশে চলছে দিন বদলের স্লোগান দিন কি আসলে বদল হচ্ছে
সম্প্রতি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান নিকন তাদের ডিজিটাল এসএলআর ক্যামেরার তালিকায় নতুন একটি মডেল আনার ঘোষণা দিয়েছে। ডি৫১০০ মডেলের এই ক্যামেরায় থাকছে ১৬.২ মেগাপিক্সেল রেজ্যুলিউশন এবং সহজেই ভাঁজ করে রাখা সম্ভব এমন এলসিডি স্ক্রিন। খবর ইয়াহু অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডি ৫১০০ মডেলের ক্যামেরায় থাকছে মুভি মোডে ক্রমাগত অটোফোকাস করার সুবিধাসহ সব্বোর্চ আইএসও ২৫৬০০। এ ছাড়াও চারটি ফিল্টারসহ ভিডিও এবং স্টিল মোডের জন্য থাকছে নতুন একটি স্পেশাল ইফেক্ট মোড।
এ ছাড়াও ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের জন্য এমই-১ নামে একটি এক্সটার্নাল মাইক্রোফোনও আনছে নিকন। ক্যামেরার সঙ্গে আলাদাভাবে পাওয়া যাবে লেন্সও।
জানা গেছে, ২০০৯ সালের এপ্রিলে বাজারে আসা নিকনের ডি৫০০০ মডেলের আপগ্রেড সংস্করণই হচ্ছে ডি৫১০০।
কেবল নিকন ডি৫১০০ এর বডির দাম হবে ৮০০ ডলার আর কিট লেন্সসহ এর দাম ৯০০ ডলার বলেই জানা গেছে। মাইক্রোফোন আলাদাভাবে কিনতে খরচ হবে ১৬০ ডলার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বছর এপ্রিলের মাঝামাঝিতেই বাজারে আসবে এন্ট্রি লেভেলের এই ক্যামেরাটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।