আমাদের কথা খুঁজে নিন

   

আমার নিকন ডি ৩১০০ এর প্রথম জন্মদিন আজ। সবাই উইশ করেন। কেক শেষ।

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। আজ ২৩ মে ২০১৩, আমার নিকন ডি ৩১০০ এর জন্মদিন। ইচ্ছা ছিল দিনটা উদযাপন করার।

তো প্লান প্রোগাম যা করার তা আমার হবু বউই করে দিয়েছে। কেক কিনে এনেছে নিজেই। নিকু বেবি তার কেকের সাথে নিকুর কেক পোলাপাইন সব কেক খেয়ে আঙ্গুল চুসতেছে। হেব্বি মজা পাইছে। কেক বিতরন করছেন আপনাদের ভাবী কেক পেয়েছে এরা সবাই শেষ টুকরা নিয়ে একটু আগেই মারামারি হয়ে গেছে প্রায়।

কেক কাটা হল। আমরা এক টুকরা করে খেলাম। আশে পাশের পোলা পাইনদেরকেও খাওয়ানো হল। সব মিলিয়ে দিন টা ভালই কেটেছে। আমাদের দুজনের জন্মদিনের সময়ও আমরা এভাবে আনন্দটা সবার সাথে ভাগ করে নেয়ার চেষ্টা করি।

কখনও কেক, কখনও বা তেহারি। অন্য সময় কখনই ছবি তোলা হয় না। কিন্তু ক্যামেরার জন্মদিন, তাই ছবি না তুললে কি হয় ! স্পেশাল থ্যাঙ্কস টু ওশি আর সুমি'স হট কেক। যাহোক, কেক খেয়ে সবাই খুশি। বিশ্বাস হয় না? নিজেরাই দেখেন, খুশি কিনা ওরা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।