আমাদের কথা খুঁজে নিন

   

রসিক রিক্সাওয়ালা.....

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা (মোহাম্মদপুর) থেকে নিজের বাসায় (ধানমন্ডি) ফিরছি। রিক্সা নিলাম। নর্মালি সন্ধ্যার সময়টায় মোহাম্মদপুর টু ধানমন্ডি সেইরকম জ্যাম থাকে। আজকেও তার ব্যাতিক্রম ছিল না।

ভয়াবহ জ্যাম, তার উপরে হরতালের পক্ষে মিছিলও বের হলো একটা। মেজাজ তখন সপ্তমে। রিক্সা যখন সিটি হসপিটালের সামনে তখন এক ভ্যানে একলোক একটা মলমের সিরাম মাইকিং চালাচ্ছিলো। এই সেই মলম, যার হালকা ছোঁয়ায় বাতের ব্যাথা থেকে শুরু করে আংগুল,কোমর,পিঠ এমনকি দাঁতের ব্যাথারও ১০০% নিরাময় হয়.......এইসব হাবিজাবি। সিটি হসপিটাল থেকে ধানমন্ডি ২৭ নাম্বার পর্যন্ত ঐ হারামি ভ্যান ঠিক আমার রিকশার পেছনেই জ্যাম ঠেলছিল।

তার মাইকিংয়ের জোরে আমাদের আশেপাশের কান বেশ ঝালাপালা। আমার অবস্থা আর নাই বা বল্লাম। অতঃপর আমার রিক্সাওয়ালা আর থাকতে না পেরে বলে উঠলো," এই হালার মলম মনে হয় আসলেই কামে দেয়, নাইলে হালার চাপা ব্যাথা করে না ক্যান??"..... আমি আর কি কমু, রিক্সাওয়ালার এই ডায়ালগ শুইনা আমি তো এক্কেরে হাহাপগে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।