আমাদের কথা খুঁজে নিন

   

বাছাই কবিতা

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় ।

----------হে তরুন ! এখনি সময় জেগে উঠার--------- আমার দেশের তরুন রা প্রিথিবির স্রেসঠো উদ্যেম আজ তোমাদের কি হয়েছে ! হতাসায় নিজে কে নিজে সেস করে দিবে ! ধুকে ধুকে মরার চেয়ে ...দ্রোহের আগুন, সব অন্যায় আর বৈসম্যের গদিতে ধরিয়ে দিয়ে ...সংগ্রাম করতে করতে বিরের মতো মরো। । তোমাদের বিচ্ছিন্নতার সুযোগ নেয় ঐ সব রক্ত চোসারা...একা পেয়ে দুরবোল পেয়ে তোমাদের হার মাংস চিবিয়ে খায় ওরা তোমরা সবাই এক হও...তোমাদের একাত্ততা জন্ম দিবে মহা সক্তির টেনে হিচরে জনতার রাজপথে নামাও...ঐ সব অসত রাজনিতিবিদ আর ব্যাবসায়িদের খুলে দাও ওদের মুখোস ...জনতা থুতু ফেলবে ওদের কুতসিত চেহারায় ফিরিয়ে দাও সম্মানের আসন ...পিতা তুল্লো সৎ রাজনিতিবিদ আর উদ্যগতাদের তাদের কাধে ভর করে সাধিনতা আর সাম্যের পতাকা হাতে এগিয়ে যাও...নিজ মাত্রিভুমির উন্নয়নের পথে ---------- ----------বাংলাদেশ ...আমার প্রান --------- সবুয স্যামল প্রানোবন্ত আমার এই দেশ ...তাই মন আমার সবুয স্যামল প্রানোবন্ত অথচ জানোয়ার সিল্প পতিরা আমার নদিগুলোতে বিসাক্ত বর্জ্য ফেলে আমার রক্ত কে করছে অসুস্থ ...তাই আজ মন আমার দুখ্য ভারাক্রান্ত । ।

আমার দেশের সিসুর হাসি ...আমার মন কে ভরিয়ে তুলে সরগিও প্রশান্তিতে অথচ জানোয়ার নেতারা আমার সিসুদের হাসি কেরে নিয়ে ...তাদের দারিদ্রের যাতাকলে পিসে মেরে ...এই সব নিস্পাপ সিসুদের রক্ত দিয়ে বানায় তার রাজ প্রাসাদ । । আমার দেশের ক্রিসকেরা , স্রমিকেরা , প্রবাসি ভাইয়েরা , কম্পুটার বিদরা দেশ টাকে রাখে সচল অথচ জানোয়ার দুরনিতিবাজ রা তাদের এগিয়ে চলার পথ কে বারে বারে ধংস করে দিতে চায় । । আমার দেশের বুদ্ধিজিবিরা প্রিথিবির সেরা মেধাবি অথচ এখনো আমার দেশের সিক্ষা, আমাদের রিদয়ের মর্মমুলে বসিয়ে দিতে পারেনি "দেশ প্রেমের" মহান চেতনা ।

। আমার দেসের সামরিক ভাইয়েরা ...প্রিথিবির স্রেসঠো দক্ষ অথচ দরিদ্র দেশ টার বোঝা না হয়ে তারা তো পারে...নিজেরা সাবলম্বি হয়ে দেশের অরথোনৈতিক উন্নয়নে সরা সরি ভুমিকা রাকতে...তাদের বিসসোমানের দক্ষতা দিয়ে এ দেশের তরুন প্রজন্ম কে সক্তিসালি করতে । । আমার দেশের মুক্তি যোদ্ধারা প্রিথিবির সেরা মানুস ...তারা কোন দলের নয়...কোন নেতার নয় ...তারা জনগনের জনগন কে সত রাজনিতিবিদদের সাথে মিলন করিয়ে দেয়া ...তাদের পবিত্র দায়িত্ত। ।

আমার দেশের সৎ নেতারা জাতির পিতা...দেশের প্রান জনগন জেগে না উঠলে...জনগন তাদের সৎ নেতা কে প্রতিসঠিত করতে না পারলে ...সাধিনতার অনাবিল সুখ তারা কখনো পাবে না ...অসত নেতার অত্যাচারে জনগন নিস্পেসিত হবে সুধু । । আমার দেশের জনগন প্রিথিবির স্রেসঠো প্রেমিক জাতি তারা নিজের পরিবারের উরধে উঠে ঘোসনা দিবে...পুরো বাংলাদেশ টাই তার নিজের পরিবার ...বিসসাস করবে পুরো দেশটাই তার নিজের সরির-মন ...দল মত ধরমো নিরবিসেসে সবাই তার আপন আততিয়ো ...সবাই তার মা বাবা ভাই বোণ সন্তান তুল্লো । সৎ নেতাকে অবলম্বন করে ...রিদয়ের সমস্ত আবেগ ঢেলে দিয়ে সাম্যের জয়গানে তারা বিনিরমান করবে সপ্নের মাত্রিভুমি । ।

আমার দেশের তরুন রা প্রিথিবির স্রেসঠো উদ্যেম আজ তোমাদের কি হয়েছে ! হতাসায় নিজে কে নিজে সেস করে দিবে ! ধুকে ধুকে মরার চেয়ে ...দ্রোহের আগুন, সব অন্যায় আর বৈসম্যের গদিতে ধরিয়ে দিয়ে ...সংগ্রাম করতে করতে বিরের মতো মরো। । তোমাদের বিচ্ছিন্নতার সুযোগ নেয় ঐ সব রক্ত চোসারা...একা পেয়ে দুরবোল পেয়ে তোমাদের হার মাংস চিবিয়ে খায় ওরা তোমরা সবাই এক হও...তোমাদের একাত্ততা জন্ম দিবে মহা সক্তির টেনে হিচরে জনতার রাজপথে নামাও...ঐ সব অসত রাজনিতিবিদ আর ব্যাবসায়িদের খুলে দাও ওদের মুখোস ...জনতা থুতু ফেলবে ওদের কুতসিত চেহারায় ফিরিয়ে দাও সম্মানের আসন ...পিতা তুল্লো সৎ রাজনিতিবিদ আর উদ্যগতাদের তাদের কাধে ভর করে সাধিনতা আর সাম্যের পতাকা হাতে এগিয়ে যাও...নিজ মাত্রিভুমির উন্নয়নের পথে ---------- আমার মধ্যে তিনি বিরাজ করেন বলেই আমি আছি। তার কারনে আমি চিন্তাও করতে পারি ...ভালবাসতে পারি ...জীবন যাপন করতে পারি । যেদিন আমার আমাকে সেই " দেশ প্রেম রুপে মহা সক্তির" কাছে পুরো পুরো নিবেদন করতে পারবো ...সেদিন আসলে আমিই হব সে ।

। ----------- আমার আমাকে ভুলে গেলে আমি ব্যাক্তি রবিন ...আমার আমাকে মনে পরে গেলে আমি সব । । --------- সত্যিই যদি তুমি প্রেমিক হয়ে থাকো ...তবে যন্ত্রনাকেও অবলিলায় তোমার বুকে তুমি দিবে ঠাই । তোমার ভালোবাসার ক্রিতোজ্ঞতায়... যন্ত্রনাও তোমাকে ভালোবাসতে সুরু করবে ।

। -------- নিজেকে বটো ব্রিক্ষো (নেতা) দাবি করে যে অহংকারি ...তাকেও তো সেবা দান করে তারা যাদের সে পরজিবি (জনগন) মনে করে । তারমানে সেবাদান কারিরাও বটো ব্রিক্ষো হয়ে তাকে পরজিবি রুপে সেবা দান করছে । আসলে মানুস অযথাই বটো ব্রিক্ষ-পরজিবি তত্ত নিয়ে অভিমান করে ...অভিমানের কিছু নাই বন্ধু ...আমরা সবাই একই প্রেম ...এক মহা সক্তি ...সবাই সমান পুজোনিও ------ ট্রেনে উটলেই মানুসের ভুলে যাওয়া আত্তাটা আবারো ভেসে উঠে ...পুরো ট্রেন টাকেই মনে হয় নিজেরি ঘর । ।

কি অবলিলায় হয়ে যায় ভাব দুজন অচেনা মানুসে...যেন জনম জনমে একসাথে ...একি সুতায়...গাথা নানান ফুলের মালা । । --------- নীলপাখি আমার হৃদয়ের মধ্যে একটি নীলপাখি আছে যে খুব করে চায় উড়তে কিন্তু আমি তার প্রতি খুবই নির্দয় আমি বলি, এখানেই থাকো, আমি কাউকেই দেখতে দেব না তোমার চেহারা। by চার্লস বুকোস্কি ---------- "প্রেম" বুকে জিইয়ে রেখে বাচবে ...কাম কে ফুটবল বানিয়ে খেলবে ...এইতো পথ সুখ আর সস্তি পাবার ! ----- হে সাজানো ...গোছানো বাগান আমার ! নিজে কে সুসংগঠিত করলে পরিবার তোমার থাকবে গোছানো । ।

পরিবার কে সুসংগঠিত করলে প্রতিসঠান তোমার থাকবে গোছানো । । প্রতিশঠান কে সুসংগঠিত করলে সমাজ তোমার থাকবে গোছানো । । "রাজনিতির" আসিরবাদে সমাজ কে সুসংগঠিত করলে দেশ তোমার থাকবে গোছানো ।

। "রাজনিতির" আসিরবাদে দেশ কে সুসংগঠিত করলে ...তুমি প্রিথিবির মহা সক্তির সাথে হবে একাততো ...তখন সাধিনতার অনাবিল সুখ সুধু তোমার ! --------- ক্রিস্নো মাঝে রাধার বাস ...রাধার মাঝে ক্রিস্নের বাস । । দুই দেহে ধরা খাইছে একি আত্তা ...পালানের আর সুজগ কই ? ------- পিশাচের হাসি আর মানুসের হাসির মদ্ধে তফাত আছে । পিশাচ সুধু তোমাকে ভোগের নেশায় হাসে কুতসিত হাসি আর মানুস হাসে রোমান্টিক হাসি ...তোমার আনন্দে ...তার নিজের আনন্দ কে ভালোবাসায় এক করে...হাসে প্রান খোলা হাসি ।

। -------- I = U = I & U = "GREAT I "= TRUTH = LOVE= DESIRE = HAPPINESS = LIFE = DEATH = MERGE WITH EVERYTHING = GOD = "GREAT I" = ALL TIME HAPPINESS ! --------- আমার আকাসে তুমি দেখবে না উরে যেতে একেলা কোন পাখি ... হয় তুমি দেখবে হাজারো পাখ-পাখালির রাঙ্গা উতসব ...না হয় চখা চখি একসাথে ডানা মেলে ...উরে...সারা বেলা । --------- ----- "{প্রেম আমি সহজ সাবলিল সুন্দর} " ----- না তুমি সমাজের চাপে ভালোর অভিনয় করবে ... না লুকিয়ে চুকিয়ে খারাপ কাজ করবে ...চোর না হয়ে বরং ডাকাত হয়ো ...খারাপ ভালো যাই করো সরা সরি করো ...ভন্ডামি করো না বন্ধু ...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর । । খেলতে নেমে ...না তুমি জয়ের জন্নে হিংস্র হয়ে ঝাপিয়ে পরবে ...না হারার ভয়ে খেলার আগেই হেরে বসবে ... প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... হেরে গেলেও তুমিই জয়ি সব সময় ।

। না তুমি বাচার জন্নে কোতা কুতি করবে ...না ম্রিত্তু এলে প্যান প্যান করবে ... প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... দেখবে তোমার মহা সক্তির সামনে ম্রিততুও ভ্যবাচেকা খাবে । । না তুমি অলস...না তুমি পরিস্রমি...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ...কঠর পরিস্রমের মাঝেও থাকো তুমি আসচরজো বিস্রামে । ।

না তুমি সুখের পেছনে ছুটবে...না যন্ত্রনার ভয়ে পালিয়ে বেরাবে ...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... চরম যন্ত্রনার মাঝেও প্রশান্তি রিদয়ে তোমার । । না তুমি কঠর...না তুমি কোমল...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... কঠর যুক্তির মাঝেও আবেগ তোমার কি কোমল ! না তুমি সুচিন্তায় ...না তুমি দুসচিন্তায়...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ...হে চেতন গুরু! চিন্তা তোমার গোলামেরো গোলাম । । না তুমি ইচ্ছুক...না অনিচ্ছুক ...প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... কামনার ইচ্ছা অনিচ্ছায় প্রভু তুমি নিয়ে আসো কি চমৎকার ভারসাম্য ! না তুমি ভোগি ... না তুমি ত্যাগি ... জীবন কে ভালোবেসে ভোগ করে কিনবা হাসতে হাসতে জীবন বিসরজন দিয়ে.. ভোগ-ত্যাগ দুটোরেই রাখো তুমি সুখি ।

প্রেম তুমি সহজ সাবলিল সুন্দর ... ------- আল্লারে আর দেখবি কি ...সবি আল্লা তুই বুঝবিনি ? চক্ষের সামনে সেই এক প্রেম ...বহু রুপে ঘুরে বেরায় ...তবু মদন দেখতে না পায় ! -------- সবি তুমি ...যখন তুমি ভোগ করো...তখন তুমি তোমাকেই ভোগ করো । তাই যা ভোগ করছো ...তা অগাধ সন্মান আর অবাধ ভালোবাসার সাথে ভোগ করো । আবার কাউ কে যখন কস্ট দেয়া হয় ...সে কস্ট তোমাকেই দেয়া হয় ...তাই জীবন দিয়ে হলেও তাকে কস্ট থেকে রক্ষা করো...এই প্রেম তোমাকে অমর করবেই করবে । না তুমি সুধু ভোগি হবে ... না সুধু ত্যাগি । বরং তুমি এই দুই এর মাঝে এক ভারসাম্য রক্ষা কারি "সাবলিল সহজ প্রেম" হবে ।

ভোগ আর ত্যাগ দুই কেই মানুস একাই জয়ি করে .. এই সুই ই জয়ি সহজ মানুসের হাতে । ----------- self confidence with ego is devilsm . self confidence with love is god ---------- তোর অন্তরেই আছেন তিনি ...প্রেম রুপে আছেন আকার কে ছারিয়ে নিরাকারে তোরি অন্তরে । প্রেম ধরমো পালন করে দেখ সহজেই তার দেখা পাবি ...তখন তুই জানবি সে দেখতে কেমন আর কেউ জানবে না ! ---------- মানুস চায় সুখ । অথচ সুখের মুল সাধিনতা ! সে সাধিন ... যে নিরসারথো ভালোবাসায় ...নিজের সরির কে তুচ্ছ করে ...তাই সে ভোগ ত্যাগের উরধে...পরম প্রসান্তি । সে পরাধিন ... যে সুধু ছলে বলে কৌসলে ভোগ করে যদিও কাম খাছায় সে বন্দি ।

------- একটি প্রারথনা ঃ " মানুস আমি এক সহজ পাখি ...সারাদিন খেল তামাসা করে এ ডাল থেকে ও ডালে উরে বেরাই...প্রভুর রিদয় আকাসে উরার ক্ষমতা আমার নেই ...আমি এক অতি ভিতু প্রান । প্রভুর দেয়া জিবনের প্রসাদ জা পাই চেটে পুটে খাই । তিনি আমাকে সব দিক দিয়ে লালন পালন করেন । মহান প্রভু কে দেয়ার মত আমার কিছুই নাই । আমার এই সরিরের মালিকও আমি না ...এটা আমি বানাই নাই ।

তাই প্রভু কে দমে দমে ভক্তি জানানো ছাড়া আমার আর কোনো ক্ষমতা নাই । আমি নিসচিত ...আমার এই ভক্তি-সন্মান এর বলে... একদিন প্রভু আমাকে আকাসে উরার সক্তি সাহস দিবেন ... একদিন আমি উরতে উরতে ঠিকি প্রভুর "প্রেম ধরমের" অখন্ড রাজ্যে প্রবেস করবো...নিত্য-আনন্দে বিলিন হবো । " -------- সবাইতে ...সব কিছুতে ...সব জায়গাতে তুমি এক সহজ সুস্থির অথচ অনাবিল ভাব দেখতে পাবে...তার সাথে লেনদেন কোরো ...আর সব ভুলে যাও । তিনি না তোমাকে গিলে খেতে চায় আর না তোমাকে ছুরে ফেলতে চায় । তাকে অবহেলা করে ...খন্ড রুপের ফাদে পা দিলেই তুমি সেস ! কামিনি খন্ড রুপ তোমাকে গিলে খেয়ে তোমার হার কঙ্কাল ছুরে ফেলবেই ফেলবে ।

---------- সারথোপর খন্ড আমি বলে ঃ কেউ আমার না ...আমি কারো না । অখন্ড আমি প্রেম বলি ঃ সবি আমার ...আমি সবার ...তাই আমি সরবোময়...সবি আমি ময় । সবি আমার অস্তিত্ত । ঐ যে স্থির ফ্যানটা দেখছ ...ও আমার সরির আমি তার সরির ...আমার রিদয়ের গ্যানের স্পন্দনে ...ফ্যানের সরিরে বিদ্যুতের স্পন্দন বয়ে যেয়ে ফ্যানটা কে দান করে প্রান । ফ্যানের প্রানের ফুর ফুরে হাওয়ায়...আমার সরির সিতল বিস্রাম ।

ঐ যে ফুল টা কে দেখছো ও আমার সরির আমি তার সরির...ওর কারনে আমার আমাকে ফুলের মত সুন্দর আর সৌরভময় বোধ হয় । আমার এই বোধ তার বোধের সাথে এক হয়ে আমাকে দান করে তার সৌরভ ...আমার চেতনা মাতাল প্রেম । ঐ যে ফাকা জায়গাটা দেখছ...ও আমার সরির আমি তার সরির ...প্রেম আমি সুন্নোরো সাক্ষি ! তাইতো আমার সামনে সুন্নো দারিয়ে বলে ...হে আমার চেতন গুরু, আমি কি সুন্নো নই ? আমি সুন্নের সরিরে আমার অসিম রিদয় কে মেলে বলি ...তুমি সুন্নো বলেইতো আমি এতো বিসাল ---------- নিজের উপর ক্ষুদ্র বাক্তিত্তের বোঝা চাপালে ...মানুস এই বোঝার চাপে চিন্তিত হয়ে বিসন্নো হয়ে পরে , আজাইরা জটিল সব চিন্তার দাস হয়ে পরে । একটি সিসুর খুদ্র ব্যাক্তিত্ত ...প্রভুর সহজ সরল সতেয সাবলিল অসিম ব্যাক্তিত্তের সাথে একাত্ত । তাই সিসুকে দেখো কেমন আপনার ছনদে আপন মনে খেলা করে ...কোনো ভাবনা নাই ... কি হালকা ! প্রভুর মনের কাছে সিসুর মন নিবেদিত বলে ...কি কোমল ...কি সতেয সিসুর মন ! এজন্যেইতো ছোটোরা যেকোনো জটিল কাজ আনন্দের সাথে খুব সহজেই সিখে ফেলে ।

যে কাজ তারা পছন্দ করে ...সে কাজ কত সহজেই না তারা সেরে ফেলে ...কোনো ক্লান্তি নেই ------- সত্য হচ্ছে তাই ... যা সতস্ফুরতো ভাবে প্রকাসিতো নিরমল সহজ ছন্দ ...প্রাক্রিতিক । তাই মিথ্যা ...যা সতস্ফুরতো এই নিরমল প্রকাস কে বাধা দেয় ...ছলনার আস্রয় নিয়ে ...ক্রিত্তিম ভাবের আস্রয় নিয়ে পরিবেস কে করে তোলে অস্থির ... জটিল ! --------- মানসিক ইচ্ছা সরিরের উপর নিওন্ত্রন আনতে পারে না ...তবে সাধনার বলে মনের উরধে উঠে চৈতন্যের ইচ্ছায় মানুস মনের মাধ্যমে সরিরের উপর নিওন্ত্রন আনতে পারে । এতে রোগ সোক এমনকি ম্রিত্তুতে পরযন্ত মানুস কখনো দুরবল হবে না । --------- পর কে পর মনে করা পরাধিনতা । সব আর সবাই কে আপন মনে করা ...তাদের নিজের একি অস্তিত্ত বোধ করে ...ম্রিত্তু কে জয় করার নাম সাধিনতা ।

------ জীবন... ভারসাম্য পুরনো উপভোগে । জীবন ...লালনে । অসিম জীবন অরজনে ... আধ্যাতিকতা হচ্ছে মুল ভিত্তি । অন্যদিকে ...ভারসাম্যহিন জিবনের...জিবন সোসনের-নিস্পেসনের...প্রতারনা জন্ত্রনা আর ম্রিত্তুর মুল ভিত্তি হচ্ছে "বস্তুবাদ" । ---- একটি লোহার মন ঃ কঠিন লোহার ভেতর টা দিঘির জলের মতোন সচ্ছ...টলমল ...সুসিতল ...কোমল ...চির চির...সতেজ স্রোত ...কতো না সহজ সুস্থির তার মন...কতো না সাবলিল ! তার বুকের উপর দিয়ে বয়ে যায় কতো কামনার অস্থির গরজন ...ঝিক ঝিক ট্রেন চলে ...রাত্রি দিন বিরতিহিন ।

তবুও সে কতো না নিরব ...কতো না নিরজন ! কার ঠোটে ঠোট রেখে সে পুরনো বিসরামে ? কার বুকে ঠাই নিয়ে সে ভাবনা সুন্নো ? -------- Be Happy ‎"Life laughs at u when u r unhappy... Life smiles at u when u r Happy... But, Life salutes u when u make others happy.." --------- thanks to the almighty .... i m the happiest person of the world , i like to broadcast my self as happiness to all ------- যার মদ্দে "আমি" নাই সে আছে "তিনিতে" ...পররে যে করে আপন...খন্ডরে অখন্ড চেতন...তার খুলে গেছেরে ভাই "লা সরিকের" তালা । দেখনারে মদন মৌলার খেলা... আমার মৌলা কি সুন্দর ! পাগল রবিন আততো-হারা ... প্রেম ধরমের বলি সে হাস্তে হাস্তে হয়েছে ... --------- আমি মদন সদাই চলি উল্টা পথে ...তবু সে চলে আমার সাথে সাথে , মৌলা আমার এমন বন্ধু দয়া ময় , উল্টা পথের উলটা কথা কি বলি আমি জথা তথা তবু সুনরে ভাই পাগলের কথা , বহুরে দেখি আমি বহু রুপে তাই সদাই আমি দিসে হারা ...তিনি বহুরে দেখেন এক রুপে তার ভালবাসা সবাইরে সমানে সমান , মন সয়তান জবাই করে খায় পায়রা ... রিদয়ের রিদয়েসসর নিল আকাসে উরিয়ে দেয় পায়রা , প্রান মরে আরেক প্রানের আঘাতে...প্রানের স্রিস্টি করেন মহা প্রান , দেহ টিকে থাকে তার নিরাকার দেহে ভর করে ...দেহ তোর খোলস ছাড়া আর কি ! খোলস ফেলে তোর আসল দেহো ধর ... সাধন ভজন কররে মদন ...প্রেম ধরমে মর -------- এক মহান "তুমি"তে যেদিন আমার দেহ গ্যান "আমিততো" কে নিসচিন্নো করলাম ...সেদিন আমি "তুমি" গ্যান হিন... সরবো আমি ময় হলাম...অবাধ অগাধ পরিপুরনো হলাম...সহজ সাবোলিল প্রেম ...নিততো আনন্দ...ভিতরে বাহিরে সমানে সমান পরম সত্য ...সরবো দিকে বিরাজমান ... ---------- মজা করার উপরে "প্রেম সেবা " না হয় যদি মুল ...তবে তা অপমান কস্টো হবেই হবে ...করিসনে আর ভুল । ------- কাঙ্গাল রিদয় "মাঝি" ... নাউ চালাইতে আর না পারে ...এই বিসাল সংসার সাগরে । । প্রেম ধরমে আততো-সমোরপনে ...রিদয়ের রিদয়েসসর... এই ভাংগা নাউ এর হাল ধরেছে ...এখন ভয় ভ্রান্তি সব গেছে ।

নাউ এর উপর এখন আর মাঝি দেখা না যায় ... নিরাকার কে নাউখানারে auto চালায় ! ---------- আমি সত্য ...আমি সহজ...আমি প্রেম , তাই ইচ্ছা আমার দাস ...কঠিন-কোমল আমার হাওয়াই মিঠাই । নিরাকার "আমি" ..আমি সরবোখানে ...না আমি প্রকাসিত ...না আমি অপ্রকাসিত ...প্রকাসিত-অপ্রকাসিত আমার বুকে আমি করি লালন ...সত্য সহজ প্রেমিক রিদয়ে... "আনন্দময়ি" আমার বাসো স্থান । । পানির মধ্যে "আমি" আছি ...পানি বরফ কঠিন...পানি কোমল তরল...পানি হাওয়া ...পানি আমার "আমি" পানির ...যা বলি তাই শোনে । -------- পরিক্ষার হলে বসে ..."মন "বই সরন করে ..."যুক্তি" করে লেখে খাতায় ।

চেতন গুরু আমি থাকি কোথায় ! "আবেগ" আমার সত্য-সহজ-প্রেমে ...অবাধ অগাধ বিসাল ...চিরপ্রশান্তির সমুদ্রে থাকে ডুবে । -------- নিজেই নিজের প্রদিপ হও ...আলোর জন্নে বাইরে ...পাগলের মত ছুঠা ছুঠি করা লাগবে না ! ------ প্রান-মন আমার ত্রিস্নারতো ...মানুসের মনে তিনি দয়াল রুপে প্রতি-স্তাপিতো হয়ে...মানুসের হাতের হাত তিনি ...গ্লাসের গ্লাস...পানির প্রান তিনি ...আমাকে (খন্ড প্রান-মন) তার হাত বারিয়ে দিলেন এক গ্লাস ঠান্ডা পানি । আমি (খন্ড প্রান-মন) হাত (তার হাত) দিয়ে গ্লাস (তাকে) ধরে পানি (তাকে) করলাম পান ...আমার (তার) সমস্ত সরিরে পানির প্রান (তিনি) ছরিয়ে পরে ...আমাকে (খন্ড প্রান-মন) দান করলেন নতুন জীবন (খন্ড প্রান-মন) ... তার ভালোবাসার দানে আমার এই দুরবল প্রান-মন ফিরে পায় টিকে থাকার সু-সাধ -------- আমার প্রেম আমার সাথে...তোমার সাথে...সবার সাথে ...সব কিছুর সাথে... --------- মন প্রেম থেকে দেহ-সেবা হোক তোর জিবন-যাপনের মুল ...অন্ত-হিন যদি ফোটাতে চাস সান্তির ফুল ! -------- চেতন-গুরু তুই দেখনারে তোরে ...সবি তুই । । সবাইরে নিজ সরির গ্যানে সেবা কর না তুই ।

। নিজের রিদয়ের সাথে নিজেই প্রেম-লিলা খেল নারে তুই । । অমর সান্তির ফুল ফুটাবি তুই ... ------ তোমার রিদয়ের যে জায়গা টা থেকে উঠে আসে নির-সারথো সেবা ...সে জায়গাটা অনেক বিসাল...অসিম । রিদয়ের এই জায়গায় চেতন গুরু তুমি পা রাখলে ...নিজেকেই তোমার খুব ভালো লাগে তখন ।

সহজ ...নির-অহংকার হও । নিজেকে আমি সুন্নো করো । তোমার সমস্ত আবেগ কে এই দিকে নিক্ষেপ করো । সারা দিন তোমার "ও রিদয়" "ও রিদয়" "ও রিদয়" "ও রিদয়" এই নাম মনে মনে জপো । একদিন সে ঠিকি সারা দিবে... যেদিন "প্রক্রিত আমি"র জন্নে রবিনের এই প্রেমে সেস পরজন্ত রবিন মরে যাবে ... ...সেদিন তুমিই হবে সে ...যে রবিন নয় ...একজন পরম ।

--------- বাবা সেখ আবুল হাসানের কবিতা ঃ প্রিয়তমা বলে আমি পথ, তুমি ভ্রমণ কর। এবং আমিই অভ্যরথনা কারি, যে তোমাকে গ্রহণ করে। যখন তুমি কথা বলো আমি শুনি। যখন তুমি চিন্তা কর আমি জানি। যখন তুমি আমার থেকে পালিয়ে যাও, তখন আমিই তোমার আশ্রয়।

যখন তুমি আশ্রয় খোজো তখন আমিই তোমার আশ্রয়। তোমার প্রার্থনা আমি গ্রহণ করি এবং তোমার আশা আমি পুরুণ করে দেই। তোমার দুঃখে আমি তোমার সাথে, তোমার উল্লাসে আমি তোমার সাথে তোমার সাথে একারণে আমি এখন এই বর্তমানে । এই চামড়ার নিচে আছে এক সাগর যখন দয়া বয়ে আসে, এবং রহস্য অন্তরঙ্গতার সাথে জেগে উঠে। মাথা থেকে পাঁ পরযন্ত সিক্ত থাকে।

---------- বাবা বায়জদ বোস্তামির বানি ঃ আমি রবিনত্ত্ব থেকে বেরিয়ে এলাম, যেমনটি সাপ তার খোলশ থেকে বেরিয়ে আসে। তার পর দেখলাম প্রেমিক প্রেমিকা এবং প্রেম এক জন। কারন একততের স্থরে, সবি এক হতে পারে। আমি দেখিনি এমন কোনে আলো, যা চরম আলো দেয়, সুধু নিরবতায় । আমি গিয়েছিলাম এমন বন্যতায়, প্রেম বৃষ্টি হয়ে ঝরে পরে মাটিকে সিক্ত করলো, যেমনটি তুষার আমায় বিদ্ধ হয়ে, আমি আমার পা কে তুষার আবৃত পেলাম।

ও আল্লা তোমার দিকের রাস্থা কোথায়? আল্লা বলল্লেন, তুমি তোমাকে ছেরে আসো এসব কথা আওয়াজ হট্টগোল আলোরন এবং নরা চরা পরদার বাহির্‌, পরদার ভিতরে নিরবতা, শান্তি এবং বিশ্রাম। ------------ সরির কে তুচ্ছো করে ২ মন যেদিন ১ হলাম ...সেদিন আমরা দুজনে "তুমি" থেকে এক "আমি" হলাম ...প্রেম হলাম ... পরিপুর্ন হলাম । ------- আমি প্রভুর ...প্রভু আমার... by Sadhok Naamhin Robin on Wednesday, February 2, 2011 at 8:13pm না তিনি দুখি ...না তিনি সুখি সারবোজনিন প্রেমের মুল তিনি ...নিজের আনন্দে নিজে আত্তো-হারা ! না তিনি পাথরের মত স্থির ... না তিনি হাওয়ার মতন বয়ে চলেন তিনিতো বাতাসের নিসসাস ...এই অনাবিল বয়ে চলার মাঝেও কি এক সুস্থিরতা ! না তিনি মানুসের মত জটিল ...না তিনি অ্যামিবার মত সরল এক কোশি তিনিতো বিছিন্ন আর নিসসঙ্গ এই সব জটিলের মিলনকারি একমাত্র সহজ ! না তিনি চাম চিকার মত খামছে থাকেন ঝুলে ...না তিনি উদ্দেস্যহিন উরে বেরান যেনো শিমুল তুলা অথচো সবাই জিবনে ঝুলে আছে তার উপর ভর করে...এমনকি ফুর ফুরে এই হাওয়াও তার উদারতায় কি উজার ! না তিনি সমুদ্রের মত বিসাল ...না তিনি বালুর মত খুদ্র অথচ তার প্রেমে এদের আত্তো-নিবেদন ...এদের দান করে সাময়িক অস্তিত্তো ! না তিনি যৌন ক্রিয়া করেন ...না তিনি জন্মদান করেন নিরাকার আত্ত-প্রেমের পরম আনন্দ ...তিনি ছরিয়ে দেন সব খানে সমান হারে ! না তিনি ক্লান্ত হন ...না তিনি ঘুমিয়ে নিসচিন্ন হন "পরম প্রসান্তি" রাখতে অটুট... সমস্ত স্রিস্টিরে তিনি করে যান লালন বিরতিহিন ! না তিনি অচেতন ...না তিনি সচেতন তিনিতো সরবোময় সরবোক্ষন সুচেতনা ! --------- তুমি আমায় অসম্মান কর...কর ঘ্রিনা...কর অবিসসাস...দিতে ভালোবাসো যন্ত্রনা...তারপরো আমি তোমাকে ভালোবাসি...যতই ভুল কর , দোশ কর, ভন্ডামি করনা কেন ! তারপরও আমি তোমাকে ভালোবাসি...আলো বাতাস পানি খাবার আস্রয় দিয়ে তোমার লালন আমার ধরমো । সরবোক্ষন নিসসাসের নিসসাস আমি খেয়াল রাখি তোমার । মেরু দন্ডের মেরু দন্ড আমি ধরে রাখি তোমার অস্তিত্ত ।

আমি "তুমি" বোধহিন ...আমিই তুমি তুমিই আমি ...আমি সব সবি আমি ...তাই আমি সুধু আমারে ভালোবাসি । ---------- আমার ক্লান্তি আমার আগেই সে টের পেয়ে যায় তাই..., দেয়ালের দেয়াল হয়ে সে দারিয়েছিলো ঠাই । । আমার সরির তার সরিরের অপর করে ভর ...এই দেয়ালে আরামের হেলান দিয়ে ছিলো রাত্রিভর... -------- ছোটো আমি "মন" যখন মহান আমি "প্রভুর" অনেক কাছে ... আত্তো-বিসসাস তখন তুঙ্গে ....সবকিছু তখন আমার কথা মানে ------- মাছরাঙা চ’লে গেছে — আজ নয় কবেকার কথা; তারপর বারবার ফিরে এসে দৃশ্যে উজ্জল। দিতে চেয়ে মানুষের অবহেলা উপেক্ষায় হ’য়ে গেছে ক্ষয়; বেদনা পেয়েছে তবু মানুষের নিজেরও হৃদয় প্রকৃতির অনির্বচনীয় সব চিহ্ন থেকে দু’ চোখ ফিরিয়ে; ......বুদ্ধি আর লালসার সাধনাকে সব চেয়ে বড় ভেবে নিয়ে ... The Great Jibonanondo Das ----------- "Everything is whispering to your eyes, by their colour, the secrets of measure. You shall then listen music, and dance! Rhyme and rhythm! If your heart then dances in happiness living them all by perceiving them all, and wishes deep inside of it to deliver itself to the betterment of humanity" by Hisham ---------- গোলাপ বাগানে তুমি দেখবে না এক গোলাপ আরেক গোলাপ থেকে সৌরভ ধার নিচ্ছে ... বরং তুমি দেখবে গোলাপের মন তার প্রিওতমার সাথে ... রিদয়ের রিদয়েসসরের সাথে ...চারদিকে বয়ে চলা এই নিরমল সুচেতনার সাথে...মহান আমি'র সাথে মিলনের আনন্দে...আপনা থেকেই সুঘ্রান সৌরভে প্রান মাতাল ...।

---------- ফুলের ধরমো কি সুন্দর ! পরম প্রেমের টানে তার প্রভুর কাছে তার "খুদ্র আমিত্তের" বিসরজন তাকে দান করে সৌরভ ... এই সৌরভ সে ব্যক্তিগত ইচ্ছায় পারেনা চেপে রাখতে... কারন ব্যক্তিগত বলে তার থাকেনা আর কিছুই...সে তখন সারবোজনিন প্রেম ... সরবোক্ষন প্রান মাতাল ...সয়ং "মহান আমি"......। ------- আমি আমার আনন্দে খাবার খাই ... খাবার আমাকে খায় না। । আমি আমার আনন্দে কাজ করি ...কাজ আমাকে কাজটা করতে বাধ্য করেনা। আমি আমার আনন্দে চিন্তা করি চিন্তা আমাকে গ্রাস করেনা।

। আমি যা কিছুই করি আমি আমাতে সাভাবিক...এমন কিছুই নেই যে আমাকে চুল পরিমান নারাতে পারে ...আমার "সহজ" থেকে আমাকে। । আমি আমাতে সাধিন ...। ।

--------- সমপাপড়ি খেতে চেলে মন...আমি নিয়ে গেলাম মন কে আমার কাছে... "আমি" দারিয়ে থাকা সমপাপড়ি অয়ালার কাছে ... আমার চোখে আমার চোখ পরে গেলে পরে আমি ভালবাসায় হয়ে যাই নীল... টাকা দিতে চেলে পরে আমার "আমি" সমপাপড়ি অয়ালা লজ্জা রাঙ্গা বউ হয়ে গেল যেন... আমাকে বল্লো আমার "আমি" কে টাকা দিতে হবেনা... আমার মন কে এমনি খাওয়ালাম ...। ------- পাহাড়ের মগ ডালে উঠে আমি চিৎকার করে বললাম "আমি" ... সমস্ত প্রক্রিতি আমার সাথে সাথে প্রতিদ্ধনি করে উঠলো "আমি" "আমি" "আমি" ... তুমিই আমি ...আমিই তুমি ............। ------- কিছুই নেই যে ধরে রাখি...শুধু ফুর ফুরে এই বাতাসের প্রশান্তি ছাড়া..., প্রান খোলা এক খোলা জানালা আমি...শরির বয়ে নেবার ক্লান্তি আমার নেই...নেই সুখ বিলাশ আর যন্ত্রনার আহাজারি... -------- সে সহজ... সহজ শাস প্রশাসের সাথে সাথে ...ফুরে ফুরে বাতাসের সতেজতায় বাসা ...বাধে ... সহজ মানুশের সহজ অন্তরে......। -------- wat is i ? i m i .... i m u ... i m all .... thats y i love only my self.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.