আমাদের কথা খুঁজে নিন

   

বাছাই পর্ব হকি শুরু আজ

বাংলাদেশের ক্রীড়ামোদীদের ভাবনা এখন শুধু টি-২০ বিশ্বকাপ ঘিরে। আগামীকাল মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলার মধ্য দিয়ে এ আসরের পর্দা উঠছে। ৬ এপ্রিল ফাইনালের মাধ্যমে বিশ্বকাপ শেষ হবে। নিজেদের দেশে দুনিয়া কাঁপানো ক্রিকেটের আয়োজন হবে। সুতরাং এ অবস্থায় অন্য কোনো খেলার কথা ক্রীড়ামোদীদের মাথায় আসার কথা না।

অথচ এরই মধ্যে ঢাকায় বসছে হকির আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আসর। চলতি বছরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে দুর্বল দলগুলোর ঠাঁই পেতে আজ থেকেই মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাছাই পর্বের লড়াই। দুই গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশকে 'বি' গ্রুপে খেলতে হবে সিঙ্গাপুর, হংকং ও ইরানের বিপক্ষে। অন্যদিকে 'এ' গ্রুপে লড়বে ওমান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাতার।

আজ উদ্বোধনী দিনে দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও চাইনিজ তাইপে। বিকাল ৪টায় পরের ম্যাচে শ্রীলঙ্কা ও কাতার মুখোমুখি হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

বাংলাদেশ কাল গ্রুপের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে।

বাছাই পর্ব থেকে শীর্ষে থাকা ৬ দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। সে হিসেবে বাংলাদেশ যে দক্ষিণ কোরিয়ার টিকিট পাচ্ছে এটি নিশ্চিতই বলা যায়। তবে বাংলাদেশের টার্গেট শিরোপা। এ ক্ষেত্রে ওমানই হবে প্রধান প্রতিপক্ষ। এবার বাংলাদেশ দল গঠন হয়েছে অভিজ্ঞ ও তরুণের সমন্বয়ে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.