আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফী composition এর কিছু নিয়ম



আমি ব্লগ এ নতুন, এটা আমার প্রথম লেখা আর কিছুই মনে আস্ততেসিল না তাই photography ar composition নিয়ে লেখা শুরু করলাম ১;L আকৃতিঃকলশি কাখে এক গ্রাম্যবধু নদী তিরে এক্তা গাছের নিচে দাড়িয়ে আছে,এক্ষেত্রে গাছসহ গ্রামবধুটিকে ফটোর মধ্যখানে না রেখে ছবিটি তুললে দেখতে ভাল লাগে া বামপাশে রেখে ছবিটি তুললে এটা এল সেপ হবে ২;কোনাকৃতিঃহাতে ব্যাগ হাতে এক তরুন পথ বেয়ে চলছে,সামনে অনেক পথ তরুনটি হাটছে,এদৃশ্য ছবিতে দেখাতে হলে কোনাকৃতি ভাবে দেখাতে হবে,নইলে ছবিটি দৃষ্টিকটূ লাগবে ৩;ভারসাম্যতাঃছবিতে এক কোনায় একটি মুখ আর বাকী স্থান একদম ফাকা,এ ছবিতে যে ভারসাম্যতা নেই তা প্রথম দরশন এ বোঝা যাবে া কম্পোজ়িশনের ভারসাম্যকতা একটি প্রয়োজনয়ীয় বিষয়,খেয়াল রাখতে হবে যে,ছবির জায়গা যেন একেবারে খালি না থাকে আর একটা জিনিস আমি ফটোগ্রাফী শিখতে চাই কোথায় শিখলে ভাল হবে একটু পরামর্শ দিবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।