নৈশবদের প্রহরি আমি
মৌনতার আরেক দোসর ।
নিজেই জ্বলব আগুনে আমি ,পোড়াতে
দেবনা তোণারই মন,
দেখাবনা তোমাকে হৃদয়র ক্ষরন ,নোনা জলে সিক্ত দুটি নয়ন,
সে রক্তে লাল হতে দেবনা তোমাকে ,
নোনা জলের তীব্রতা স্পর্শ করবেনা তোমার অন্তর ।
ফাগুনের আগুনে পোড়া মন ,
সেই আগুনে লাল কৃষ্ঞচুড়ার ডাল ,
উত্তপ্ত আগুনের আঁচ লাগবেনা তোমার গাযে ,
হতাশার বালুচরে দাঁড়াতে হবেনা তোমাকে ।
কালবৈশাখীর ঝড়ের ঝাপটার্
মুখমুখি হবেনা তুমি ,
বৈশাখীর রৌদ্র দাহ পোড়াবেনা তোমাকে ,
এ মনের দহন যত নীরবে যাব সয়ে আমি ।
নৈশব্দের প্রহরি আমি
নীরবতার আরেক দোসর ।
নিজেই জ্বলবআগুনে আমি ,
পোড়াতে দেবনা তোমারই অন্তর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।