১. শ্মশান ঘাটের বিয়োগ বর্ণনায় পুড়ে ক্রন্দসী মনের ছবি, হেলায় হেলায় ছাই হয়ে যায় এক জীবনের গল্প। চোখের জমিনে বানের জল ঋতু বদলায়, সায়াহ্নের শিউলী হয়ে ফোটে,কখনো হয় তৃষ্ণার্থ চৈত্রের চৌচির চিত্র। ধুকে চলা শরীরের ক্লান্ততা কেয়ার কাটায় সুর তুলে, আতুড় ঘরের কান্না,কৃষাণ কৃষাণীর গল্প, বামুনের আখড়ার সমবেত স্বর,জীবনের এ পরিচ্ছদ গুলো আপনা আপনি রচিত হয়না। জন্ম,প্রণয়,পরিণয়-সুখ যোগ বিয়োগ আর বিরহ কষ্টের গুণ ভাগশেষ ই ইতিহাস, সমাপনে সাঝ সন্ধ্যায় সূর্যের মত বৃত্ত, শূন্য একটা জীবন।। ২. দিকভ্রান্ত অতৃপ্ত আত্মার কান্নার পথে উদভ্রান্ত নয়নের আকুতি, হূলফোটা মেঘ ফোকর ছাপিয়ে যায়না ব্যকুলতা,অস্পৃশ্য রোদের উঠোনে। অদেয় প্রেমের ছবি,সংঘাতে করতলে নৈশব্দের সৈকতে আমার চরণ ভিজে প্রত্যাশার নোনাজলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।