আমাদের কথা খুঁজে নিন

   

কভার স্টোরি || স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ করতে চাচ্ছি || নাম আবশ্যক

ময়ুরক্ষী নদীটাকে মিস করছি!

১৬ই ডিসেম্বর ১৯৭১; পরাধীনতার গ্লানি থেকে আমরা মুক্তি পেলাম। স্বপ্ন ছিল এই দেশের আইন আমরাই তৈরি করব, সে স্বপ্ন সত্যি হল কিন্তু স্বপ্ন কি শুধু এটুকুই ছিল? এই দেশকে স্বনির্ভর করা কি আমাদের স্বপ্ন ছিল না? তবে আজও কেন আমরা পরনির্ভরশীল? উত্তরটা আমাদের জানা নেই তবে আমাদের অজানা নয় আমাদের কি করণীয়? আমরা বিশ্বাস করি এ আধাঁরে আলো আমরাই ফোটাবে। এজন্য দরকার সু-নির্দিষ্ট পরিকল্পনা এবং সে লক্ষ্যে আগানো। আমরা এমনই একটি সু-নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগানোর চেষ্টা করছি। তবে আমরা এও জানি যে, এটা কারো একক প্রচেষ্টায় সম্ভব নয়।

দরকার সম্মিলিতি এবং সংঘবদ্ধ প্রচেষ্টা। অনাহারী সে ছেলেটির ক্ষুধার্থ মুখে তার পিতা যাতে দু’মুঠো ভাত তুলে দিতে পারে আমরা সে মুহূর্তটির প্রতীক্ষায় আছি। আমাদের উদ্দেশ্যসমূহ নিঃসন্দেহে এক বিরাট আয়োজন যা অনেক কষ্টসাধ্য। তবে অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। তাইতো এ লক্ষ্যে পা বাড়ানো।

তুমিও আমাদের সাথে একমত হবে সে ব্যাপারে আমরা সন্দেহহীন। তাই তোমার ইচ্ছা ও সাধ্যের সম্মিলন ঘটিয়ে চাইলে তুমিও যোগ দিতে পার দেশ গড়ার এ ক্ষুদ্র প্রচেষ্টায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.