বন্ধ চোখে মুহূর্তটা ফাঁকি দিয়ে চলে যায়, স্বপ্নগুলো নির্মম বাস্তবতা ছাড়া কিছু নয়। চূর্ণ ধুলিকণা, সবই যেন চূর্ণ ধুলিকণা। বাংলাদেশী ব্যান্ডগুলো আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলোর সাথে টেক্কা দিতে সক্ষম। কিন্তু বাজার খুব ছোট হওয়ায় আর বিদ্যমান ছোট বাজারও পাইরেসির কারণে নষ্ট হয়ে যাওয়ায় আজ বাংলা বান্ডের বেহাল দশা। আমি বাংলাদেশি ব্যান্ডের কভার করা অসাধারন তিনটি গানের লিঙ্ক দিচ্ছি।
কেমন লাগল প্লিজ জানাবেন।
(১) এরিক ক্ল্যাপটনের ওয়ান্ডারফুল টুনাইট গানের অসাধারণ কভার জেমস এর। এক কথায় অসাধারন। শুনে দেখুন।
(২) আইয়ুব বাচ্চুর প্রতিভা নিয়ে তো কারো কোন দ্বিমত নেই।
নিঃসন্দেহে দক্ষিন এশিয়ার সেরা গিটারিস্ট তিনি। বাচ্চু ভাই কভার করেছেন ডায়ার স্ট্রেইট ব্যান্ডের অসাধারন গান সুলতানস অফ সুইং। শুনে দেখুন গিটারের কারসাজি, ভালো লাগবে।
(৩) নতুন প্রজন্মের ব্যান্ড "এপ্সিলেন" কভার করেছে গ্রিন ডে এর টুয়েন্টি ওয়ান গানস। এটিও সুন্দর।
শুনে দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।