close your eyes and try to see
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি......
১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে “আমার সোনার বাংলা” প্রথমবারের মত জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়।
১৯৭২ সালে এ গানটির প্রথম দশ লাইন “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ”র জাতীয়সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। আনুষ্ঠানিকভাবে কেবল প্রথম চার লাইন গাওয়া/বাজানো হয়।
জাতীয় সঙ্গীতের ইন্সট্রুমেন্টাল খুজতে গিয়ে ভালো ভিডিও অল্প কয়েকটা পেয়েছি।
মীম হকঃ এটা লাইভ পার্ফরমেন্স না।
লাইভ পার্ফরমেন্সের সাউন্ড কোয়ালিটি খুবই করুন। গিটার আর বাঁশির কভারটি ভালোই।
বৃন্দাবন সাহাঃ উনার সম্পর্কে কিছুই জানি না। তবে চমৎকার ভায়োলিন বাজান। তার করা জাতীয় সঙ্গীতের ভায়োলিনের এই কভারটাও চমৎকার।
এছাড়াও ইউটিউবে তার রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি কভার আছে, শুনতে পারেন।
নোরা আলীঃ উনাকে কম বেশি সবাই চিনেন। তার বড় এবং ছোট বোন পিয়ানো বাজাতে পারে, তিন জনের একসাথে পার্ফরমেন্সের ভিডিও আছে।
এটাও ভায়োলিনের কাভার। এই ভিডিওতে শুধু “আমার সোনার বাংলা”র অংশটুকু আছে, সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের পরে আমেরিকার জাতীয় সঙ্গীতও বাজান।
অরকেস্ট্রেশনঃ এই ভিডিওটা সম্ভবত আগে বিটিভির অনুষ্ঠানমালা শেষে সম্প্রচার সমাপ্তির ঘোষণা দিয়ে বাজত। (এটার অরকেস্ট্রেশন কারা করেছে জানি না। কেউ জানালে খুশি হব। )
মুশফিক আনোয়ারঃ চট্টগ্রামের ছেলে। আমার শোনা জাতীয় সঙ্গীতের বেস্ট গিটার কাভার।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।