আমি এ পোস্টটি দিতাম না,কারন সম্ভবত এ নিয়ে এক বা একাধিক লেখা থাকতে পারে।
কিন্তু আজ আনন্দবাজার পত্রিকা পড়ে আর না দিয়ে পারলাম না।তারা আজকের ফাইনাল খেলাকে রাম ও রাবনের যুদ্ধ বলে অভিহিত করেছে,তাদের কোন এফ এম চ্যানেল রাম রাবনের এ যুদ্ধ জয়কে বহ্নিউতসব এর মাধ্যমে দশেরা পালন করবে এ রিপোর্ট ও করেছে।
আমার প্রশ্ন হলো খেলা তো সবসময় খেলাই,তাকে এভাবে সাম্প্রদায়িক দৃস্টিতে দেখা কি শোভনীয়,আর এইমাত্র দেখলাম মালিঙ্গা সেহবাগকে আউট করলো।তারা যদি পরাজিত হয় তাহলে কি পরিনতি হবে,তার মানে কি হবে রাম হেরে গেলো।আসলে এগুলো হলো জাস্ট টিপিক্যাল আচরন।
আর এই পত্রিকাটি ইচ্ছা করে আমাদের বাংলা নাম ভুল লেখে,যেমন- রাজ্জাককে রজ্জাক,শমি কাইসার কে সমী কাইজার,সাইফুলকে সইফুল,আকরামকে আক্রম।
আবার পত্রিকাটি এ যুগে এসেও ইউনিকোড সমর্থন করে না,প্রক্সি সার্ভার দিয়ে পড়তে হয়,তাই বলছি শুধু আচরন , মানসিকতাই নয় তাদের সবকিছু আপডেট করা জরুরী হয়ে পড়েছে।
শত্রুতা থেকে নয় বন্ধুতা থেকেই তাদের এ উপদেশ দিচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।