সুন্দর সমর
আনন্দবাজারে প্রকাশিত নিচের নিচের খবরটি পড়ুন।
'কালীপটকার বারুদ তৈরির মতো অনায়াসেই আরডিএক্স বানিয়ে ফেলতে পারে সে। বিস্ফোরকে ‘টাইমার’ লাগানোতেও সে সিদ্ধহস্ত। লস্কর-ই-তইবার ভারতীয় এজেন্ট আবু তাহের এমনই দাবি করেছে গোয়েন্দাদের কাছে। পুলিশের দাবি, জেরায় তাহের বলেছে,সে বাংলাদেশের রাজশাহিতে আরডিএক্স বানিয়ে এজেন্ট মারফত ভারতের বিভিন্ন প্রান্তে পাচার করত।
পুলিশ জানায়, আরডিএেক্স লাগানো টাইমার তাহের এমন ভাবে সক্রিয় করতে পারে, যাতে দীর্ঘ ক্ষণ পরে বিস্ফোরণ ঘটে। ২০০২ সালে অসমে প্যাসেঞ্জার ট্রেনে যে-বিস্ফোরণ ঘটানো হেয়ছিল, তার টাইমার লাগানোর কৌশল লস্করের অন্য এজেন্ট সাদেককে শিখিয়ে দিয়েছিল তাহেরই। মুর্শিদাবাদের নিমতিতায় অসমগামী ওই ট্রেনের এক কামরায় সাদেকই যে ওই বিস্ফোরক লাগিয়ে রেখেছিল, তদেন্ত তা-ও জেনেছে পুলিশ। একই কায়দায় ২০০৫ সালে ঝাড়খণ্ডেও বিস্ফোরণ ঘটায় সাদেক। গোয়েন্দারা জেনেছেন, তাহেরের সঙ্গে সাদেকের আলাপ হয় মুর্শিদাবাদের জঙ্গিপুরে।
সেই সময় লালগোলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল তাহের। '
সত্যিই কি তাই? আজকের ( http://www.anandabazar.com/10cal2.htm )আনন্দবাজারে খবরটি পড়ে মনে বাংলাদেশের এত বড় প্রতিভার কথা দেশের লোক জানল না! আপনারা কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।