‘প্রেমকলা’ ‘নন্দনতত্ত্ব’ ‘মনুষ্যত্ত্ব’ এই শব্দগুলো, কী অদ্ভুত
প্রতিটি অক্ষর দিনকে দিন উঠে যাচ্ছে পৃথিবী থেকে।
একদিন নিশ্চয়ই সূচনা হবে নতুন দিনের, আর দেখব
গর্তে লুকাবে সমস্ত দানব; চলো, যতো পথ, পথের বাঁকে।
একদিন আসবে, চাঁদ তারা দেখতে দেখতে শকুনের থাবায়
উৎকন্ঠিত হয়ে উঠবে না আমাদের সন্তান, আমি জানি।
নিশ্চয়ই একদিন আসবে, পরস্পরকে ভালোবাসতে শিখবো;
দেখব, স্বচ্ছ ও স্বভাবিক হয়ে উঠবে প্রত্যেকের জীবন।
দেখব, আমরা দেখব, অন্ধ ও বধির হয়ে যাবে না অনুভূতি;
মানুষের দৃষ্টি, কমরেড, নেকড়ে-দৃষ্টি ভেবে আর বিভ্রান্ত হবো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।