আমাদের কথা খুঁজে নিন

   

হযবরল



কিছু একটা লেখার জন্য মনটা কেমন যেন করছে । কি লিখবো ? কোথায় লিথবো ? ফেসবুক না সামুতে ? কি বিষয়ে লিখবো খেলা না রাজনীতি ? না মনের ভাল লাগার কোন গান ? অনেক প্রশ্ন আর প্রশ্নবোধক লেখা । অর্থহীন সময় আর জীবন বয়ে চলা কঠিন । তাই এখন একটা গান ই শুনি আর আপনাদের জন্য ----------------------- আমাকে আমার মত থাকতে দাও আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যার বুড়ো হাওয়া কাঁচের মতন যদি উঠে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না না না..................... এই জাহাজ মাসতুল ছারখার তবু গল্প লিখছি বাচঁবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পারবো যা............... কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজঁনা আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জ্বেল না কেউ আমি মানুষের সমু্দ্রে গুনেছি ঢেউ এই ষ্টেশনের চও্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না ........... এই জাহাজ মাসতুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পারবো যা............... তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটিছে রাত্রিদিন নিজের মত কখনো সময় পেলে একটু ভেব আঙ্গুলের ফাকেঁ আমি কই ? হিসেবের ভিড়ে আমি চাই না ছুঁতে যত শুকনো পেয়াঁজ কলি ফ্রিজের শীতে আমি অবেলার ডাল ভাতে পুরিয়ে গেছি বিলাসের জলে ভাসবো না না না .............. এই জাহাজ মাসতুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পারবো যা............... ভারতীয় কোন বাংলা ছবি গান এটি । ভাল লাগলে আমি যেন ভাল থাকি তার জন্য প্রার্থনা করেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।