ঘুমিয়ে পড়ার আগে......
প্রিয় হযু,
অনেক দিন পর বাড়ি গেলাম। কোরবানির ঈদে শেষ বার গিয়েছিলাম। দাদাদের তিন জনের মৃত্যুবার্ষিকী আগষ্ট মাসে। সাবু চাচা অস্ট্রেলিয়া বেরাতে যাবে তাই আগে ভাগেই একটা প্রোগ্রাম করে ফেলল। চাচারা আর আমরা ভাইরা সবাই মিলে গেলাম।
দুপুরে হেভি একটা খাওয়া দাওয়া হলো। নুর মোহাম্মদ কিন্তু এখন একেবারে ঝাক্কাস বাবুর্চি হয়ে উঠেছে। তুমি মন খারাপ করো না,চিন্তা করছি তোমার বিয়াতে রান্নর দায়িত্ব নুর মোহাম্মদ কে দিবো নাকি
আজ নামাজ শেষে যখন দাদির কবরের সামনে দাড়ালাম মনে হল দাদি একেবারে আমার সামনে দাড়িয়ে আছে,আর আমাকে বলছে---
"সাবি্বর তুই আইসস। আমার কথা মনে পড়ল শেষ পর্যন্ত। তোগো দেখনের লাইগা আমি কতদিন ধইরা অপেক্ষা কইরা আছি।
কিন্তু তোগো একটু ও সময় হয়না আমারে দেখার। "
হযু আজকের মত আর কোনদিন দাদিরে অনুভব করি নায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।