আজ সন্ধায় হানিফ সংকেতের পরিচালনা ও পরিকল্পনায় অসাধারন এক অনুষ্ঠান দেখলাম। আমার জীবনে অনেক লাইফ অনুষ্ঠান দেখেছি কিন্তু এতটা স্বচ্ছ নির্ভূল পরিকল্পনার অনুষ্ঠান দেখিনী।
আমাদের হাজার বছরের দেশীয় সংস্কৃতি অতান্ত্য সুন্দর ভাবে হানিফ সংকেত তুলে ধরেছেন। বিদেশী বিজাতীয় আবজর্না দিয়ে যখন এদেশের তরুন সমাজকে ধংশের পায়তারা চলছে,
যখন ভারতীয় শিল্পীদের বেহায়াপনা নিলর্জ প্রদশনীর অভয় আশ্রম এ রুপ নিচ্ছে এদেশ ,
তখন হানিফ সংকেত প্রমান করলেন সুস্থ বিনোদন নামে একটা বিনোদন আছে । যা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়।
যাতে নির্মল আনন্দ করা যায়।
বাংলা ভিশন এর এই ঊদ্দ্যেগকে সাধুবাদ জানাই।
তাদের জন্য শুভ কামনা রইল।
আশা করছি অনুষ্ঠানে উপস্থিত থাকা সরকারের মন্ত্রি ও এমপি গন এরপর তাদের ভারতীয় শিল্পী আমদানী পক্রিয়া সর্ম্পকে আরেক বার ভেবে দেখবেন।
যৌন সুরসুরি দেওয়া আর প্রকৃত বিনোদন দুটো সম্পূর্ন আলাদা বিষয়।
পশ্চিমা বা ভারতের সমাজ আর আমাদের সমাজ সম্পর্ন আলাদা তাই আমাদের উচিৎ নিজেদের সংস্কৃতি কালচার বিশ্বের কাছে তুলে ধরতে হবে। অনুকরন নয় বরং অন্যরা আমাদের অনুসরন করবে এমন কিছুই চাই।
অনুষ্ঠানটির বিশ্বমানের পরিবেশনা আমার মত লক্ষ দশর্কের মন জয় করেছে। আগামীতে বাংলাভিশন এরকম আরো অনেক সুন্দর সুন্দর প্রগাম নির্মান করুক সেই আশা করি।
তাদের নিরপেক্ষতা বজায় থাকুক, দেশ এবং স্বাধীনতার কথা বলা অব্যহত থাকুক।
আমাদের দেশীয় শিল্পীদের প্রমট করলে তারাও এ দেশ কে কিছু দিতে পারবে।
একটি স্বাধীন দেশের মানুষ হয়ে ভিনদেশী কালচারে নিমজ্জিত হওয়ার মত এতটা নিচে যেন আমাদের নামতে না হয়।
হানিফ সংকেত, হুমায়ূন আহমেদ ,হূমায়ুন ফরিদ , রাজ্জাক অথবা আমাদের শাইখ সিরাজ কোন অংশেই কারো চেয়ে কম নয়। তাদের জন্য ভালবাসা রইল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।