আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রশিবির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করায় বাংলাভিশনের প্রতিবেদককে হত্যার হুমকি

দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার।

ঢাকা ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রশিবির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করায় টেলিফোনে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের প্রতিবেদককে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তি। একইসঙ্গে চ্যানেলটির কার্যালয় বোমা মেরে ওড়ানোর হুমকিও দেওয়া হয়েছে। হুমকির কথা উল্লেখ করে ও নিরাপত্তা চেয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বাংলাভিশন কর্তৃপক্ষ। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান বলেন,"রাজশাহীতে শিবিরের রগকাটা ও হত্যাকাণ্ড বিষয়ে বাংলাভিশন ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে।" এ প্রেক্ষিতে শুক্রবার ও শনিবার টেলিফোনে সংশ্লিষ্ট প্রতিবেদককে হত্যা ও অফিস বোমা মেরে ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে জানান সুফিয়ান। চ্যানেলটির চেয়ারম্যান আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এখন নিরাপত্তা প্রয়োজন।" বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.