ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
আগামী জুলাই-আগস্টের দিকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবেন তারেক জিয়া। তার পরপরই শুরু করতে যাচ্ছেন পরবর্তী কোর্স বার এট ল'। সেটাও প্রায় আড়াই বছরের।
গত ২ বছর ধরে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন তারেক রহমান।
স্ত্রী ডা. জোবায়দা রহমানও চিকিৎসা বিজ্ঞানে উচ্চপর্যায়ের একাধিক কোর্স করছেন। নতুন করে আরও দুটি কোর্স সম্পন্ন করার ইচ্ছা আছে তার। একমাত্র কন্যা জায়মা রহমানও পড়ছেন স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে। পুরো পরিবারটিই এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত।
এর ফাঁকে ফাঁকেই দিনের অন্যান্য রুটিন কাজগুলো করে যাচ্ছেন তিনি।
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন তারেক রহমান। এরপর থেকেই শুরু হয় তার দিনের কার্যসূচি। চা-নাস্তা পর্ব শেষ করে সকাল ৮টার দিকে তিনি কন্যা জায়মা রহমানকে নিয়ে যান তার স্কুলে। মেয়েকে স্কুলে দিয়ে এসে শুরু করেন নিজের পড়াশোনার কাজ।
অনলাইনেই বেশিরভাগ কাজ শেষ করছেন। তবে প্রয়োজনে কিংবা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে প্রায়ই তাকে সেখানে যেতে হয়। দুপুরে গোসল, মধ্যাহ্নভোজ ও জোহর নামাজের পর তিনি আবারও মনোনিবেশ করেন তার পড়াশোনায়। টানা বিকাল ৩টা-৪টা পর্যন্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তিনি। অতঃপর আসর নামাজের প্রস্তুতি।
এভাবেই তিনি কঠোর কার্যসূচির মাধ্যমে পার করছেন তার প্রতিটি দিন।
নিজেকে তৈরি করছেন অন্যরকম এক তারেক রহমান হিসেবে। দেশের অভ্যন্তরে দল ও মানুষের নেতৃত্ব দেওয়ার মতো করেই নিজেকে এবার প্রস্তুত করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সূত্রটি আরও জানায়, বার এট ল' কোর্সটি শেষ করেই তিনি দেশে ফিরতে চান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।