আমাদের কথা খুঁজে নিন

   

চীন ভ্রমণ-৩ (সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে 'বাংলাদেশ')

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
চীনে ওয়ার্ল্ড এক্সপো'তে চীন ও এক্সপো পতাকার মাঝে বাংলাদেশের লাল সবুজ পতাকা বাংলাদেশ দিবসের দিন সকালে সাংস্কৃতিক দলের অনবদ্য প্রদর্শনী চৈনিক ভালবাসায় সিক্ত বঙ্গদেশের তরুণ (চীন ভ্রমণ-১) চীন ভ্রমণের দ্বিতীয় পর্ব চীন ভ্রমণের সময় ঘুরে দেখা হয় অনেক কিছু। তার মধ্যে প্রধান গন্তব্য ছিল ওয়ার্ল্ড এক্সপো ২০১০। সাংহাই নগরীতে সেই বিশ্বমেলায় পায় দুই শতাধিক দেশের মধ্যে ছিল সুজলা সুফলা ও সংস্কৃতির বৈচিত্রে ঘেরা বাংলাদেশও। ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন। উপরের ছবিটি প্যাভিলিয়নের ভেতরে ছয় মাস ব্যাপি বিশ্বমেলায় একটি দিন ছিল শুধুই বাংলাদেশের। মেলায় সুন্দরবন কর্নারের পাশে চীনা দর্শক বিশ্বমেলায় বাংলাদেশের উপস্থিতি ও উপস্থাপন কেমন ছিলো সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সাংস্কৃতিক উপস্থাপনা ছিল অনেক মুগ্ধ করার মতো. ওয়ার্ল্ড এক্সপোর রেড হলে বিশ্বমেলার 'বাংলাদেশ দিবসে' সাংস্কৃতিক আয়োজন নিয়ে আজকের এই ছবি ব্লগ. বাংলাদেশ দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান মঞ্চে চীনা মন্ত্রীসহ আসছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে প্রামান্যচিত্র প্রদর্শনীর সময় ডিজিটাল বাংলাদেশ উপস্থাপনার একটি মুহূর্ত সাংস্কৃতিক দলের পরিবেশনা সাংস্কৃতিক দলের পরিবেশনা সাংস্কৃতিক দলের পরিবেশনাসাংস্কৃতিক দলের পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক দলকে বাণিজ্যমন্ত্রী ও অতিথিরা অভিবাদন জানান উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিদের জন্য লাঞ্চ দুপুরের খাবারের মেনু বাংলাদেশ প্যাভিলিয়নের প্রবেশ পথ অতিথিদের স্বাগত জানানোর অপেক্ষা বাণিজ্যমন্ত্রী ফারুক খানের মিসেস ও অন্যান্য সফরসঙ্গীর জীবনসঙ্গীরা বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরের দৃশ্য প্যাভিলিয়নের ভেতরে দর্শক চীনা বাংলা বেতারকে বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের শুভেচ্ছা চায়না রেডিও- সিআরআই'র জন্য প্যাভিলিয়নের ভেতরে দর্শনার্থীদেরকে বিশ্বমেলা পাসপোর্টে বাংলাদেশের ডাকটিকেট লাগিয়ে সিল দেয়া হচ্ছে দর্শনার্থী প্যাভিলিয়নের ভেতরকার দৃশ্য রেড হলে বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দীন এবং বাসস'র আশিকুল ইসলাম বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা সাংস্কৃতিক প্রতিনিধি দলে পরিবেশনা রাতে অনুষ্ঠানে শেষে শিল্পীদের সঙ্গে অতিথিরা বিশ্বমেলার এই বিশাল স্থাপনায় আছে অডিটরিয়ামসহ অনেক প্রদর্শনী কেন্দ্র সাংহাই ওয়ার্ল্ড এক্সপোর বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ একটি মুহূর্ত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।