ডেস্কটপ বা পার্সোনাল কম্পিউটারের বাজার ক্রমাগত হারাতে বসায় বিকল্প পণ্যের মাধ্যমে বাজারে টিকে থাকতে উন্নত প্রযুক্তির সহজে বহনযোগ্য ডিভাইস তৈরিতে মনোযোগ দিচ্ছে পিসি নির্মাতা ডেল। এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, ডেল অফেলিয়া মিনি নামে নতুন পার্সোনাল কম্পিউটার বাজারে আনছে প্রতিষ্ঠানটি। অগাস্টে বহনযোগ্য এ কম্পিউটার বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
ডেলের নতুন পণ্যটি দেখতে ইউএসবি স্টিকের মতো এবং এটি যে কোনো এইচডিএমআই পোর্টে সংযুক্ত করার মাধ্যমে স্ক্রিনকে গেইমিং ডিভাইস বা কম্পিউটারের মনিটরে রূপান্তর করা যাবে।
মিনি কম্পিউটারটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
ব্যবহারকারীরা ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে অন্যান্য স্ট্রিম মিডিয়া, গেইমস বা ফাইলে প্রবেশ করতে পারবে।
অফেলিয়া কম্পিউটারের বিকল্প হিসেবে ক্রেতাদের কাছে পরিচিতি পাবে বলে নির্মাতারা আশা করছে। ইতিমধ্যে ট্যাবলেট ডিভাইস ও স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ডেল। পার্সোনাল কম্পিউটার বিক্রি কমে যাওয়ায় ডেল অফিলিয়া এবং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে প্রতিযোগিতায় নেমেছে।
গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ক্রোমকেস্ট ডিভাইসের মতোই সমান আকৃতির ডিভাইস অফেলিয়া এনেছে ডেল।
ডেলের অফেলিয়া সার্চ জায়ান্ট গুগলের নতুন ক্রোমক্যাস্ট ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করবে। একই আকারের গুগলের পণ্যটি মিডিয়া স্ট্রিমিং করে।
প্রযুক্তিপণ্য গবেষণা প্রতিষ্ঠান পান্ড-আইটির বাজার বিশ্লেষক চার্লস কিং জানিয়েছেন, ছোট আকৃতির হলেও এটা কম্পিউটারের ভালো একটি বিকল্প হিসেবে কাজ করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।