আমি একজন শিক্ষিত শ্রমিক
আজ এই ব্লগে একটা পোস্ট দেখলাম পুরুষ্কার প্রাপ্ত সিনেমা আহা এর পরিচালক নির্ঝরের সেক্স স্ক্যান্ডেল নিয়ে। লেখা দেখে নয় সত্যটা জেনে ইকটু হতাশ হলাম। আমাদের চলচ্চিত্র এর অবস্থা ভালো তো নয়ই বরং বেশ খারাপ। সেখানে দুই তিন জন পরিচালক পরিবর্তন আর শ্লালিনতার হাওয়া নিয়ে এসেছেন। এর মধ্যে নির্ঝর অন্যতম।
তিনি উত্তরকালে আরো ভালো সিনেমা বানিয়ে আমাদের অশ্লীল সিনেমার জোয়ারে অনন্য সিনেমার সুবাতাস বইয়ে দিবেন। কিন্তু যিনি ব্যাক্তি জীবনে, চিন্তুায় শুদ্ধ নন তার পক্ষে এই কাজ অবশ্য কঠিন বা অসম্ভব। এই ভিডিওটি ২ দিন আগে একটা ফোরামে দেখে ছিলাম আজ এইটা নিয়ে একটা নিউজও দেখলাম আউটলুকবিডিতে, সাংবাদ মাধ্যম হিসাবে তার সাহসিকতার পরিচয় দিয়ে সত্য প্রকাশ করেছে, তবে এই সত্যেও আড়ালে এইটাও বোধ করি প্রকাশ হয় উঠতি তারকাদের সুযোগ দেয়ার নামে অশ্লীল সিনেমার পরিচালকদের মতো তারাও মেয়েদের সরলতা এবং দুর্বলতার সুযোগ নেন। তাদের কামনা চরিতার্থ করেন। মানুষের যোগ্যতা গৌন হয়ে কা পাবার ক্ষেত্রে ফলে মান সম্পন্ন কাজের সম্ভাবনা কমে যায়।
পরিবর্তনের আশার আলোটা ধাপ করে নিবে যায়, তাহলে যেসব পরিচালকদের আমরা ভালো মনে করছি আদতে তারাও কি এমন সুযোগ সন্ধানী। ভরসা পাইনা। এই ঘটনা কতো দূর যায় কে জানে। তবে এমন ঘটনা বারবার ঘটার একটা আর্থ-সামাজিক এবং সংস্কৃতিগত ব্যাখ্যা প্রয়োজন।
তথ্য সূত্র:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।