আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পের শ্লীল সংজ্ঞা কিংবা বলতে পারি বন্ধুত্বের অপরূপ মাধুর্য অথবা অন্য কোন দৃশ্যান্তর।

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার প্রিয় ব্লগার বন্ধুরা আপনিও আপনার মতামত জানান। একটি সুন্দর সম্ভাবনাকে আমারা নষ্ট হতে দিতে পারি না। আমাদের বর্তমান সময়ে শিল্পীর অভাব নেই, কিন্তু শিল্প সুদুর মরীচিকা। প্রতিষ্ঠা পাওয়ার আগেই এখন সবাই স্টার হতে চায়, কিছু না জেনেই সবার কেমন যেন হামবড়া ভাব। ফলে অকালেই হারিয়ে যায় কালের গর্ভে।

ছবিতে এই দুজনকে দেখে আমার কেমন যেন ভয় হয়। এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও মেধাবী মডেল, অভিনেত্রী সারিকা আর সখ অনেক ভাল ভাল কাজ করে চলেছেন, মানুষের ভালবাসা অর্জন করছেন। মেধার উপযুক্ত ব্যবহার আর পরিশ্রমের মাধ্যমে তারা শিল্পকে অনেক অনেক উপরে প্রতিষ্ঠিত করবে বলে বিশ্বাস করি। ভবিষ্যতের শাবানা, কবরী বা ববিতা হয়ে উঠুক এই কামনা করি। কিন্তু খ্যাতির বিড়ম্বনা আবার তাদের মাথা খারাপ করে না দেয়।

নিকট অতীতে দেখা গেছে অনেক উঠতি তারকা (!) খ্যাতি পাওয়ার আগেই অযোগ্যতা আর কুকর্মের জন্য নিন্দিত হয়েছেন। এনাদের ক্ষেত্রে এমনটি না ঘটুক। এনারা দুজনে এক সংগে অনেক কাজ করেছেন, প্রশাংসা কুড়াচ্ছেন। ভবিষ্যতে আমাদের সমাজে বিশেষ করে নারীদের জন্য তারা একটা আদর্শনীয় ও অনুকরণীয় যায়গা তৈরী করুক এটাই চাই। ছবিতে দুজনের বন্ধুত্ব দেখে সত্যিই ভাল বলতে হবে।

যদিও অনেকে তাদের এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু সবকিছুকে দুরে ঠেলে দিয়ে তারা যেন সাফল্যের অগ্রযাত্রাকে ধরে রাখতে পারে এই শুভকামনাই করি। প্রিয় ব্লগার বন্ধুরা আপনিও আপনার মতামত জানান। একটি সুন্দর সম্ভাবনাকে আমারা নষ্ট হতে দিতে পারি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.