চলে যাব একদিন.............নিরবে
এদেশে অনেক রাজাকার আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটাও নাই। দেশে খুন, ধর্ষন, দূনীতি হলেও দেশে অনেক শান্তি বিরাজ করছে কারন এগুলো ক্ষমতাসীন দলের লোকরা করছে । কথাগুলো এমন যে ধনী লোকের মেয়ে পালিয়ে বিয়ে করলে লাভ ম্যারেজ আর গরিবের মেয়ে করলে তা অপরাধ এবং দোররা মার। ধনী বা ক্ষমতাসীন দলের লোক খুন,ধর্ষন, লুটপাট যেটাই করুক জামিন পাবে বিচার হবে না । গরীব বা সাধারণ জনগন খেতে না পারলেও ট্যাক্স দেও না দিলে জেলে। থানায় গেলে স্যার বলে ধনীদের আর সাধারণ পাবলিক খায় লাথি। সাধারন পাবলিকের সম্পদ না থাকলেও সম্পদের হিসাব দেও আর যে সম্পত্তির হিসাব কোন দিন শেষ করা যায় না তা হলো এমপি-মন্ত্রীর সম্পদের হিসাব তাই হিসাব হয় না। সাধারন মানুষের এদেশে জীবন-যাপন করার অধিকার নাই , বসবাস করলেও নির্যাতনের সংবিধান মেনে । তাহলে যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা ভুল করেছে?
পৃথিবীর অন্য সব দেশের ভালো পরিবর্তন হয় কিন্তু এদেশের হয় না। আমার প্রশ্ন যে বিচারক হত্যাকারীকে জামিন দেয় তার আপনজনকে যদি কেউ হত্যা করে তাহলে বিচার কেমন হবে? যে বিচারক ধর্ষনকারীকে ক্ষমতাবলে মুক্তি দেয় তার মেয়ে বা বউ যদি ধর্ষিত হয় তখন তিনি কেমন বিচার করবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।