ক্ষুদ্র এই জীবনে অনেক কিছুই করতে চাই, কিন্তু পারি না।আর কিছু কথা আছে, যা হয়ত বলা যায় না, লিখে প্রকাশ করাই একমাত্র পথ। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আজকে বাসায় একটা ফকির আসছে, আমি তখন সকালের পেপার পড়তেছি। দেখি আমার বড় আপা ওকে খাবার দিতাছে। আমি জিজ্ঞাস করলাম, চিন নাকি? বলে হ্যাঁ, এই ফকিরনি নাকি খালি বিয়া করে, মানে বিয়ার পরে ওর পুরানো স্বামীরে ছাইরা দেয়, বাচ্চা পয়দা করে তারপরে ওই বাচ্চাগুলা বেচে দেয়। আমি তো শুনে টাস্কি খাইলাম। বলে কি? এটা কেমন কথা? কোথায় যাচ্ছে আমাদের দেশ? আশ্চর্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।