নিজেকে নিয়ে ভাবছি
ভুত পেত্নি বা পশু পাখির অবাস্তব কার্টুন না দেখিয়ে ছোটদের শিক্ষামূলক কার্টুন দেখানো উচিৎ। যেমন ‘বাদশাহ ও বালক’। সূরা আল বুরুজের প্রেক্ষাপটে নির্মিত CHP পরিবেশিত অসাধারন এক বাংলা কার্টুন। এখানে দেখানো হয়েছে কিভাবে একটি বালক এক দরবেশ ও এক দুষ্টু যাদুকরের দেখা পায় এবং দুষ্টু যাদুকরের কথা না শুনে শেষ পর্যন্ত দরবেশ এর কথা শুনে সত্য পথের সন্ধান পায়।
এই কার্টুন ছবিটি নিজে দেখুন আপনার বাচ্চাদের, আত্মীয় স্বজনদের ও দেখান। খোজ করুন কাটাবন ,ঢাকা বা বিভিন্ন ইসলামি সিডি ভিসিডি এর দোকানে ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।