আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
এক লোক তার Brand New গাড়ি পরিষ্কার
করছিলেন। এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর
হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির
একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে।
লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির
গায়ে আঁচড় কাটছে তখন সে রাগে হিতাহিত
জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত
করে।
পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর
তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একধিক
ফ্র্যাকচার হয়েছে।
হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড
ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, “বাবা, আমার
হাত কবে ঠিক হবে?”
তখন লোকটি নির্বাক
হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায়
এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে।
সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত
করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায়
এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে।
এসময়
তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর
দিয়ে আঁচড় কেটেছিল সেখানে। সেখানে লেখা ছিল,
“বাবা, আমি তোমাকে ভালবাসি”।
ক্রোধ এবং ভালবাসার কোন সীমা নেই। রাগের
মাথায় কিছু করবেন না কখনও, অনুরোধ রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।