গিরগিটি যেমন রূপ বদলায় ঠিক তেমনি মানুষ ও রূপ বদলায়।
প্লিজ ভালো করে পড়ে আমাকে সিদ্ধান্ত নিতে হেল্পান। কারণ এটাই আমার ভবিষ্যত এর সিঁড়ি।
এইবার সাইন্স থেকে এইচ এস সি পাশ করলাম। পাবলিক বিশ্ববিদ্যালয় এ চান্স হবে কিনা জানি না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়তে হলে কোন বিষয় নিয়ে পড়ব সিদ্ধান্ত নিতে পারছি না। একবার ভাবি বিবিএ পড়তে। যদি বিবিএ পড়ি তাহলে কথা থেকে পড়লে ভাল হবে আর পড়ার পরে চাকরি বাকরি কিছু পামু কিনা?
আর যদি সাইন্স থেকে পড়তেই চাই তবে কম্পিউটার সাইন্স নিয়ে পড়লে কোথা থেকে পড়তে পারি আর এটাতে বাংলাদেশে কি কি ফিল্ড আছে???
পাশ করে কি কোন চাকরি পাওয়া যাবে???
রেজাল্টঃ এস এস সিঃ ৫,০০ (৫।০০)
এইস এস সিঃ ৪,৩০ (৪।০০)
প্লিজ হেল্পান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।