আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকীয় প্যাচাল

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

সাধারণত মেয়েদের ফেইসবুকে অ্যাকাউন্ট এ অনেক ছবি তারা দিয়ে থাকে। শুধু যে ছবি তা নয় নানারকমের স্ট্যাটাস ও তারা দেয়। আর তাদের সেই ছবি, স্ট্যাটাস এ বিভিন্ন রকমের কমেন্ট দেয় তার বন্ধু বান্ধবরা আবার অনেক না চেনা বন্ধুরাও। এই পোস্ট এ উল্লেখ করবো কিছু আতেলীয় / ফ্লাডিং করা কমেন্ট যা মেয়েরা পেয়ে থাকে। আর তারা এসব কমেন্ট পেয়ে আহ্লাদে গদ গদ করে।

মূলত এটা বলবো তারা যদি কোন ছবি দেয় ফেইসবুকে তাহলে কি রকম কমেন্ট তারা পায়। যেমন - •তোমার ওই চোখ যেন কথা বলে •তোমাকে দেখে মনে হয় যেন হাজার বছর ধরে চেনা কোন এক রূপসী •তোমার ছবিকে যেন মনের হচ্ছে জীবন্ত কোন এক প্রতিচ্ছবি •তুমি এত সুন্দর কেন? •মোনালিসাও ফেইল তোমার কাছে। •আমাকে যদি কেউ বলে যে আমার ২টা ইচ্ছার কথা বলতে তাহলে ২ টাই ইচ্ছাই হবে তোমাকে ঘিরে। চাইবো যাতে তোমাকে শুধু অপলক চোখে দেখে যেতে পারি সবসময়। •What a combination of color choice!!! •চুপ করে বসে কি ভাবছো? •আমি পাগল হয়ে যাচ্ছি তোমার এমন রূপ দেখে!! •Hey Baby. Please call me 017.......... •তোমাকে সৃষ্টিকর্তা নিজ হাতে বানিয়েছেন।

•তোমার এমন নিরবতা আমাকে আলোড়িত করছে বার বার •ছবির প্লেসমেন্টটা খুব সুন্দর হয়েছে। •যেন মনে হচ্ছে প্রকৃতি আর তুমি মিলেমিশে একাকার। •ইসস!! যদি তোমার পাশে বসে দুজনে ছবি তুলতে পারতাম!! •উফফ!! তোমাকে চিনতেই পারি নি প্রথমে। এই অঙ্গে এত রূপ!! •wowwwwwwww..... অসাধারণ লাগছে তোমাকে। •হাল্কা সবুজ সূতি শাড়িতে তোমার রূপ যেন জলসে উঠছে।

•মেকাপ, টিপ টা না দিলেও তোমাকে অনেক সুন্দর লাগতো। •ধন্য সে বাবা মা কে যে তোমাকে এই পৃথিবীতে এনেছেন। •তুমি কি সেই নাটরের বনলতা সেন?? •শুধু একটাই কথা বলবো তোমাকে। তোমাকেই চাই, তোমাকেই চাই এবং তোমাকেই চাই। •যেন মনে হল কোন পরী আকাশ থেকে মাটিতে নেমে এসেছে মাত্র।

আর আমি তা নিজের চোখে দেখেছি। •ওগো মেয়ে, বলে দাও তোমার সেই মনের কথা যা তুমি বলতে চেয়েও পারছো না। •তোমার সাথে যেই ছেলেটা তাকে তোমার সাথে বড়ই বেমানানা লাগছে। তোমার কাছে সে কিছুই না। •তুমি হাসলে যেন আকাশ হয় আলোকিত, আবার তুমি কাদলে আকাশ থেকে বৃষ্টি নামে অবিরত।

•তুমি কি আয়নায় কখন নিজেকে দেখেছো? তোমার রূপ দেখে আয়না ভেঙ্গে যাবে। তুমি এতই সুন্দরী। •এত সুন্দর কি মানুষ হয়!!!! •আমি আজ ভাষাহীন তোমার এই সৌন্দর্য দেখে। ব্যস আজকে এটুকুই। এরকম আরো অনেক কমেন্ট আছে যা লিখে শেষ করা যাবে না।

দিন কে দিন তা বেড়েই চলছে। এ থেকে মুক্তির উপায় নেই। বিঃদ্রঃ কারো লেখার সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।