সত্য ও সুন্দরের জন্য
চিহ্নের ভাষা
---আব্দুল্লাহ ইবনে শহীদ
পতাকার সবুজে যদি ভাষা থাকত
বলে দিত,
ভেংগো না এই বাংলার সবুজ যত
টুকরো করোনা মায়ের ভালোবাসা শত;
যার জন্য ঝরেছে আমার বুকে লাল
আকাশে উড়াবো বলে মুক্ত পাল;
সেথায় আজ বুনোনা কৃত্রিম ভাষাবৈষম্যের জাল।
পতাকার লালে যদি ভাষা থাকত
বলে দিত,
দাসশৃংখল হতে মুক্ত হব বলে যে বুক করেছি রঙিন,
আকার ব্যবধানে তা করোনা মলিন।
রক্তে এঁকেছি যে ব-দ্বীপের সীমানা,
সন্তানেরে বলে দাও তার গৌরব অজানা;
ভালোবাস, ভুলে যাও আজ মিথ্যা আঞ্চলিকতার বাহানা।
শহীদ মিনারের যদি ভাষা থাকত
বলে দিত,
মুছে ফেল এই মিথ্যা আয়োজন
হবে যদি এই বুকে বৈষম্যের দম্ভ পদচারন,
আর একবার করতে দাও আমায় মৃত্যুবরন
স্রোতস্বিনী নদীতে কিংবা বেগবান হাওয়ার ধূলোয় সমাধি হোক আমার
চাইনা তোমার লৌকিক স্বরণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।