আমাদের কথা খুঁজে নিন

   

ঈশান কোনে নতজানু হয় বৃক্ষ ঘূর্নির বেগে

মোম গলে লাভার স্রোতে ভেসে ঝড়া পাতার সূরের মুর্ছনায় দিগন্তের লালীমায় যদি রং-ধনু হতে পারতাম তাহলে বলতাম দেখো আমি আজ কবিতায় তোমায় আঁকতে পারি......
কোন দিন বিকেলে মেঘের দল বিজয়ী হয়ে যখন সূর্য ঢাকে ঈশান কোনে নতজানু হয় বৃক্ষ ঘূর্নির বেগে মৃত্তিকা শুদ্ধ হতে চায় পঙ্কিল ধূলোর উদগিরনে তখন তোর কথা মনে পড়ে, ইচ্ছে সুখে, তাঁতের মাকু হয় কলম কাপড় হয় শ্বেত পত্র সুক্ষ বুননে অক্ষরের কাটাকুটি কারচুপি নকশায় শব্দের দ্যোতনা তখন দূরবীক্ষনে খুঁজি স্মৃতির পাতা, আমাজন লিলির পল্লবে জলে ভাসা রেইন ট্রি'র আকাশ ছোঁবার বাসনা হুভারক্রাফটের সমীরণ ঝাপটায় উড়ে চলা ক্যানু দিয়ে ইংলিশ পাড়ি দেয়া তোর কথা ভাবলে এই সব ইচ্ছেরা হয় বলাকা হৃদয়ের কম্পনে বাজে সুখের দোলা, জ্যোৎস্নার খৈ যদি প্রাঙ্গন ভাসায় ক্ষীনতোয়া যদি কাঁকড় কঙ্কনায় সুর তোলে খঞ্জনী যদি ময়ূরীর পেখমের শত রং হয় অমাবস্যায় জোঁনাক যদি ফ্লোরোসেন্ট হয় আকর খুঁড়ে যদি শুদ্ধ মন পাওয়া যায় সেই মনের তরে খন্ডিত হবো, হিম শিশিরে শুভ্র তুষার হবো এক কণা জল হবো ঘাস ফুলে সরষে হলুদে উড়বো নীল ফড়িং হয়ে চৈত্রের দাহনে বট বৃক্ষের ছায়া বিলাতে অস্থি পিঞ্জরের স্থননের স্বেচ্ছাচারে দ্বিধা নেই রাজবংশের কলঙ্ক গায় মাখতে, তবু বলবো একবার ছুঁয়ে দেখ সাজি মাটি হয়ে গলে মোম হবো তখন আমায় গড়ে নিস যেমন খুশি আদল দিস শুধু মনে রাখিস জন্মান্তর তোকে বাসবো ভালো।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।