আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুব সবুজ মহীরুহ - ঈশান আরেফিন

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে......ও বন্ধু আমার... আজকে সেইফ হলাম...............খুব আনন্দময় অনুভূতি.........তাই আপনাদের জন্য আমার একটা কবিতা উপহার হিসেবে দিলাম........ভাল থাকবেন...... ধ্রুব সবুজ মহীরুহ ঈশান আরেফিন এসেছিলাম তোমাদের ভিড়ে হারিয়ে যেতে, তোমাদের গায়ে গা লাগিয়ে, মনে মন মিশিয়ে, লীলায় উন্মত্ত হতে, চেয়েছিলাম আমি, কাঁধে ভরসাময় হাতের খানিক স্পর্শ। অশান্ত বারির ধারা আর বায়ুপ্লাবনে, এসেছিলাম আমি, তোমাদের ছায়াতে একটু আশ্রয় নিতে। তোমাদের সান্নিধ্য ছিল আমার আরাধ্য, যেমনটি চে গুয়েভেরার কাছে ছিল তার বিপ্লবী চেতনা। আমি জানি, আমি অপার্থিব কোন জীব। তোমাদের সকল চেতনা আর উদ্দাম নৃত্তে আমি তাল মেলাতে পারি না।

সেকারনে তোমাদের কাছে আমি, সকল ভালোবাসার ঊর্ধ্বে- "করুণার পাত্র" । কিন্তু তাই বলে ভেবো নাযে আমি তাদের দলে, যারা চিরকালই বলে- "শ্রোডিঞ্জারের বিড়াল" এর মৃত্যুই হবে। থাক,কেউ আর কষ্ট করে আমার কাঁধে হাত রেখ না,ছায়া দিও না। আমি একাই জীবনের পথে পথ চলব। আমার সঙ্গি হবে ধ্রুব সবুজ মহীরুহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।