আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোট আমলে বিএসএফ'র গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি হতাহত



র্তমান মহাজোট সরকারের আমলে (২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ১৪ মার্চ পর্যন্ত) সীমান্তে বিএসএফ'র গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে ১শ' ৩৬ জন নিহত এবং ১শ' ৭০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এ তথ্য জানান। বেগম নিলুফার চৌধুরী মনি'র এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সীমান্তে যাতে গোলাগুলির ঘটনা কমে আসে সে বিষয়ে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ কারণে পূর্বের তুলনায় সীমান্তে হত্যাকা-ের সংখ্যাও কমে এসেছে।

হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২ বছরে সারাদেশে বিভিন্ন অপরাধে ৩ লাখ ২০ হাজার ৬টি মামলা হয়েছে। এছাড়া একই সময়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত মামলার সংখ্যা ৪ হাজার ৬শ' ৮৫টি। আর আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৫শ' ২৩টি। মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০-২০১১ সালের খরা মওসুমে দেশে ৫ হাজার ৩শ' ৮২টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য অগি্নকা- হচ্ছে ৫টি।

জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি জানান, জনবান্ধব পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রক্রিয়া যাচাই-বাছাই পূর্বক পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নে তিনি জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় রক্ষিত অস্ত্র গোলাবারুদ এবং কর্মকর্তাদের বাসার আসবাবপত্র, সোনার অলঙ্কারসহ আর্থিক ক্ষতির পরিমাণ হচ্ছে ১৪ কোটি টাকা। বেগম মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ২ হাজার ৪শ' ৯৩ জন মহিলাকে পুলিশে নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন এসআই এবং ২ হাজার ৪শ' ৭৯ জন কনস্টেবল। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ বিভাগের জন্য ৮শ ৭৫টি পিকআপ এবং ২ হাজার ৯শ' ৯০টি মোটরসাইকেল ক্রয়ের প্রস্তাব সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর মধ্যে চলতি অর্থ বছরের বরাদ্দ থেকে ২শ ১৪টি পিকআপ ক্রয় করা হবে। আর প্রাধিকার অনুযায়ী উপজেলা বা জেলা সদরে বণ্টন করা হবে। একই সদস্যের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরো বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে রাজধানীর যানজট নিরসনে সহায়ক হবে। মোহাম্মদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাধীনতার পর ১৯৮৩, ১৯৯২, ১৯৯৭ এবং ২০০০ সালে ৪টি কারা সংস্কার কমিটি গঠিত হয়। কারা সংস্কার কমিটির সুপারিশ অনুযায়ী এ পর্যন্ত ৬৭টি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.