আমাদের কথা খুঁজে নিন

   

এতদিন দেখছেন বার্সেলোনার খেলা, এবার দেখেন বার্সেলোনার হোম গ্রাউন্ড (ন্যু ক্যাম্প)। যার সোন্দর্য্য অতুলোনীয়। ছবি পোষ্ট....

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

আমরাতো এতদিন মেসি, ভিয়া, জাবি, ইনিয়েস্তাদের অতুলোনিয় খেলা দেখেছি, আসুন এবার দেখি মেসি ভিয়াদের সেই প্রাণ কেন্দ্র হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্প। যেখানে বিশ্বের বড় বড় ক্লাবদের নাকানি চুবানি খাওয়াই ছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্প : জন্ম : ২৮ মার্চ ১৯৫৪ সাল। ধারন ক্ষমতা : ৯৯,৩৫৪ (নিরানব্বই হাজার তিন শত চুয়ান্ন) জন। (বি:দ:- বড় ধরনের কোন ম্যাচে দর্শক সংখ্যা ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) ছাড়িয়ে যায়।

০১. বার্সেলোনার প্রাণ ন্যু ক্যাম্প ০২. এরকম স্টেডিয়াম দেখলে কার না ভালো লাগে? ০৩. ন্যু ক্যাম্পে দর্শকদের একাংশ। ০৪. ন্যু ক্যাম্পে ১৯৭৬ সালে ৩০ মার্চ খেলার একটি দৃশ্য। ০৫. সম্ভবত রিয়াল মাদ্রিদের সাথে বার্সার খেলা হচ্ছে। যাই হোক স্টেডিয়ামের অবস্থা দেখেন.. ০৬. অনেক দূর থেকে বার্সার প্রাণ ন্যু ক্যাম্প। ০৭. জমকালো এক অনুষ্ঠানে সাজানো হয় ন্যু ক্যাম্পকে।

০৮. ইউ ২ (U2) ব্যান্ডের একটা কনসার্টে ন্যু ক্যাম্প। ব্যায় বহুল এই জমকালো কনসার্টই হচ্ছে বিশ্বের সেরা কনসার্ট। ০৯. কি মনে হয় দর্শক কি ৯৯,৩৫৪ নাকি আরো বেশি? আসলে বার্সার কোন অনুষ্ঠান কিংবা বড় খেলা হলে দর্শক ঠাই দেওয়া অনেক মুশকিল। ১০. দর্শক বিহীন ন্যু ক্যাম্প। ১১. ন্যু ক্যাম্প দেখবেন আর বুঝি ন্যু ক্যাম্পের চেয়ারগুলো দেখবেন না, এটা কি করে হয়? ১২. এই কোন ন্যু ক্যাম্প! মনে হয় যেন রাতের চাঁদ... এত জমকালো স্টেডিয়াম খুব কমই হয়ে থাকে বিশ্বে।

১৩.(ক) ন্যু ক্যাম্পের বাহিরের অবস্থা। খ. ভিতরে যে স্টেডিয়াম তা কি সহজে বুঝা যায়? গ. এর ভিতরেই শুধু সোন্দর্য্য না বাহিরেও বটে। ১৪. স্টেডিয়ামের মাপটা নিজের চোখে দেখে নিন......... ১৫. কোপা সামচু....................... যাইহোক এতক্ষনতো বার্সার স্টেডিয়াম ন্যু ক্যাম্প দেখলেন সবাই। এখন বলেন কে কে যেতে চান স্পেন ওহ সরি বার্সেলোনা ওহ্ না না না না ন্যু ক্যাম্প.... ন্যু ক্যাম্প। কারন ন্যু ক্যাম্প বললেই চলে, তাহলেই চলে আসে স্পেনের নাম।

ভাইরে আপনাদের কি বলব আমি নিজেই ন্যু ক্যাম্পে মেসি. ইনিয়েস্তাদের খেলা দেখতে পাগল। কবে যে সেই সুযোগ পাবো আল্লাই যানে। ধন্যবাদ সবাইকে...............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.