একজন সৃষ্টিকর্তা অগণিত নাম। তাঁর নাম ধরে ডাকাই ধর্ম । হৃদয়ে লালন করাই ধর্ম। আজ নাস্তিকদের বিচারের দাবিতে সারাদেশে আমাদের বিশেষ ধর্মপ্রাণ ব্যাক্তিবর্গ দেশব্যাপী আন্দোলন চালাচ্ছে। অনেক ইসলামী দলও বেশ জীবনও দান করছেন আজ ধর্মরক্ষার জন্য।
আমাদের বিশেষদলগুলো সাপোর্ট দিচ্ছে এই আন্দোলনে। এদের তান্ডবে দেশ আজ অচল।
কিন্তু আপনারা এতদিন কোথায় ছিলেন। কোথায় ছিল সেসব মিডিয়া যারা আজ নাস্তিকদের খুজে পেলেন। নাকি বাংলাদেশের মিডিয়ার ওইসব ব্যাক্তিবর্গ, যুদ্ধাপরাধীদের দাবিতে ও শাহবাগ আন্দোলনের পর অনলাইন সম্পর্কে অবগত হলেন।
যখন দেখলেন অনলাইন এক্টিভিটিসের ডাকা আন্দোলনে সারাদেশের মানুষ একজোট হয়েছে।
তার আগে টের পাননি এই জিনিসটা কি?
যারা নাস্তিক তাদের প্রোফাইলতো আর ৩ মাসের না। কয়েক বছরের তো আপনারা এতদিন কেন এদের বিচার চাননি? এতদিন আপনাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগেনি?
ভন্ডের দল কোমলমতি বাচ্চাদের মাদ্রাসা থেকে ধরে এনে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মপ্রাণ মানুষগুলোকে উস্কে দিয়ে কোন ধর্ম আপনারা প্রতিষ্ঠা করবেন?
বিশেষ মহলের নির্দেশে কেল্লাতে মিথ্যা তথ্য দিয়ে কেল্লাফতে বল্লেই আর হবে না। মুখোস উন্মোচিত হলে আর কিছু করার থাকবে না, তাই আগে থেকে সাবধান হওন। আর হবেনই বা কিভাবে যা দেখালেন গত কয়েকমাসে কি বলব! আপনারা স্বয়ং আল্লাহকে ভয় পান কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি আজ……… ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।