আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ভালো লাগে না

ভালবাস সবাই ভালবাসাকে

কিছু ভালো লাগে না বন্ধু ! কেমন আছো ? আজকাল যন্ত্রণার সাগরে হাবুডুবু খাচ্ছি। বুকের বাঁ পাশটা সব সময়ই ব্যথায় টন্টন করে, কাউকে সহ্য করতে পারছি না। কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না সবাইকে শত্র“ মনে হয়। পৃথিবীর সবকিছুই আমার কাছে বিবর্ণ, যমদূতকে খুব বেশি স্মরণ করছি। নিঃশব্দ,অন্ধকার,জনশূণ্য অরণ্য খুব প্রিয় হয়ে উঠেছে।

ইচ্ছে করে মহাশূণ্যের ঐসব গ্রহে যেতে যেখানে পৃথিবীর কোন কিছুই নেই। মনের প্রিয় বন্ধু নাকি শরীর, তাই সেও আমার সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রেম-ভালবাসা,শ্রদ্ধা-স্নেহ সব আজ মূল্যহীন, বন্ধনহীন বৈরাগ্যই শ্রেষ্ঠ বিবেচিত হচ্ছে। তুমি নিজেকে আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়েছো, এ কথা শুনে আজ খুশি হতে পারলাম না। কেননা,প্রকৃতিও আমার প্রতি রূষ্ঠ, সবকিছুই বিষাক্ত আড়ম্বরহীন লাগছে।

নারী আমাকে প্রেরণার বদলে ঠেলে দিচ্ছে জাহান্নামে ; রাতের নিস্তব্ধতা ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তবুও হৃদয়ের ব্যথা হৃদয়ে কবর দিয়ে তোমাকে বলবো-“ভালো থেকো বন্ধু,সুখে থেকো ”!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.