আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স এবং ফায়ারবাগ এর আইকন পরিবর্তন করা ।



ফায়ারফক্সঃ যদিও আমার পছন্দের ব্রা্উজার হল অপেরা / ক্রোম, তবে মাঝে মাঝে ফায়ারফক্স ব্যবহার করার প্রয়োজন হয় । আপনি ইচ্ছা করলে ফায়ারফক্সের ডিফল্ট আইকনটি পরিবর্তন করে নিজের ইচ্ছামত আইকন দিতে পারেন । এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ ১. এই ফোলডারে যান —> C:\Program Files\Mozilla Firefox\chrome ২. এখানে icons নামে নতুন একটি ফোলডার তৈরী করুন এবং icons ফোলডারের ভিতরে default নামে আরেকটি ফোলডার তৈরী করুন । ৩. সুতরাং ফাইনাল ফোলডারটি হল —> C:\Program Files\Mozilla Firefox\chrome\icons\default ৪. এরপর এই default ফোলডারের মধ্যে আপনার পছন্দের আইকন ফাইলটি(.ico) রেখে main-window.ico নামে Rename করুন । ৫. এরপর ফায়ারফক্স Restart করুন ।

৬. এখন আপনি ফায়ারফক্সএর Title Bar এ ফক্স-এর পরিবর্তে আপনার আইকনটি দেখতে পারবেন । এখন ফায়ারফক্সের Shortcut Key থেকে ফক্স মুক্ত করার পালা । এরজন্য নিচের Video টি দেখুন । তাহলে সহজে বুঝতে পারবেন --> http://www.youtube.com/watch?v=zpemFZFdsfE ফায়ারবাগঃ ফায়ারবাগ ফায়ারফক্সের একটি জনপ্রিয় Add-on । এই ফায়ারবাগেও একটি বাগ (ছারপোকা) থাকে ।

সেটিও পরিবর্তন করা যায় । এজন্য এই ফোলডারে যান —> C:\Users\ACER\AppData\Roaming\Mozilla\Firefox\Profilesamjkrk.default\extensions\\skin\classic ACER এর জায়গায় আপনার কমপিউটারের ইউজার একাউন্টের নাম বসাতে হবে । classic ফোলডারে গিয়ে নিচের ফাইলগুলো আপনার পছন্দের আইকন দিয়ে Replace করে দিন । ১. firebug.png, ২. firebug-gray-16.png, ৩. firebug16.png, ৪. firebug24.png, ৫. firebug32.png এরপর এরপর ফায়ারফক্স Restart করুন । এখন আপনি ছারপোকার পরিবর্তে নতুন আইকনগুলো দেথতে পারবেন ।

সবুজ বাংলা ব্লগেও প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.