আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসপারস্কি ২০১১ (উইন্ডোজ এক্সপি ও সেভেনের জন্য)

পাগল

আমরা যারা উইন্ডোজ নামের অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের কাছে ভাইরাস মোটামোটিভাবে ডাল ভাতের মত পরিচিত জিনিস। কিন্তু আমাদের পেয়ারের ভাইয়েরা এন্টিভাইরাস নিয়া আমাদের সংগে ছেলেখেলা করেন। ভালা জিনিস তো দেনই না আবার তার মেয়াদ দেন ৭/১০/১৫ বড়জোর ৩০ দিন। কি আর করমু কন? নীতিবান মানুষ হইয়া ও চোরাই মাল ব্যবহার করতে হয়। আপনেগোরে ও সাপ্লাই দিলাম।

তারার ছেলেখেলা থেইকা বাঁচেন। যাই হোক, কথা হইল মোটামোটি সকল এন্টি-ভাইরাসেরই cracked version পাওয়া যায়। কিন্তু ক্যাসপারস্কি ২০১১ এর cracked version পাওয়া কঠিন। ক্যাসপারস্কি হচ্ছে রাশান software। আর রাশানরা সবসময় ঘাড়তেরা।

ক্যাসপারস্কির cracked version এর জন্য প্রথমে আপনাকে ক্যাসপারস্কির সাইট থেকে ৩০ দিনের trial version নামাতে হবে। এর জন্য এই লিংকে ক্লিক করুন। এখন আপনার আসল কাজ শুরু। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিট ২০১১ এর crack টা এই লিংক থেকে download মারেনএবং আনজিপ করেন। এবার আনজিপ ফোল্ডার থেকে mj.pdf কিংবা mj.doc এর নির্দেশনা অনুযায়ী কাজ করেন।

ও আরও একটা কথা download করতে password লাগবে। Password: pagol

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.