আমাদের কথা খুঁজে নিন

   

টোকিওর পানিতে তেজস্ক্রিয়তা, শিশুদের পানে বিরত থাকার পরামর্শ



জাপানের রাজধানী টোকিওতে একটি পানি পরিশোধন কেন্দ্রে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এ তেজস্ক্রিয়তার মাত্রা শিশুদের স্বাস্থ্য ঝুঁকির পর্যায় ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ শিশুদের এমন পানি পান না করাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে। টোকিও মহানগরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান জনগণকে ফুকুশিমা প্রশাসনিক জেলায় উত্পাদিত সবজি না খাওয়ার আহ্বান জানিয়েছেন। রয়টার্স সে দেশের কিয়োদো সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ বুধবার এ কথা জানায়। জাপানে প্রকৌশলীরা বর্তমানে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ছয়টি চুল্লি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ওই চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

source:prothom-alo by:

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।