আমাদের কথা খুঁজে নিন

   

টোকিওর অলিম্পিক-প্রত্যাশা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আজ ৭ সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে গুরুত্বপূর্ণ যে বৈঠকে মিলিত হচ্ছে, সেখানে নির্ধারিত হবে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব বিশ্বের কোন শহর পাবে। প্রতিদ্বন্দ্বী শহরের তালিকা বরাবরের মতো শুরুতেই বেশ বিস্তৃত থাকলেও, দুই বছর ধরে অলিম্পিক কমিটির যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ পর্যায়ের শেষে সেই তালিকা এখন তিনটি শহরে এসে ঠেকেছে। জাপানের রাজধানী টোকিও, তুরস্কের ইস্তাম্বুল এবং স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্য থেকে একটি শহরকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা ৭ তারিখে বুয়েনস এইরেসের বৈঠকে ভোটের মাধ্যমে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক শহর হিসেবে বেছে নেবেন। ফলে বলা যায়, তিনটি শহরের মধ্যে কয়েক মাস ধরে চলা তীব্র প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে এবং ভাগ্যের চাকা কার প্রতি সদয় হয়, তা দেখার অপেক্ষায় আছে সারা বিশ্বের উৎসাহী লোকজন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।