আমারদেশ আমার প্রেম
আমাদের দেশ এমনিতে গরীব রাষ্ট্র, আমাদের আয় বাড়ছে না কিন্তু জিনিসপত্রের দাম ধীরে ধীরে বাড়তে আছে। এ জন্য আমরা যতই সরকারকে দোষ দি না কেন আন্তর্জাতিক সমস্যা বিশেষ করে ইরাক যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে তাতে করে এর প্রভাব আমাদের দেশেও এসে পড়েছে। এজন্য দায়ী বিশ্ব মোড়াল আমেরিকা। জাপানে ভূমিকম্প ও সুনামিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্য দিকে মধ্যপ্রাচ্যে আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে চলে আসছে।
কোন দিকে যাবে বিশ্বের অর্থনীতি ভেবে কুল পাচ্ছি না। দেশে কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলার সাহোস পাচ্ছি না। জিনিসপত্রের দাম বাড়ানো নিয়ে যতই মতামাতি করছে রাজনৈতিক দলগুলো এটা কিছুই হবে না। এটাতে শুধু রাজনৈতিক পয়দা হাসিল হতে পারে। বর্তমানে বিএনপি সরকার যদি থাকতো হইতে এমনি হতো জিনিসপত্রের দাম।
কারণ সরকারতো আর উৎপাদন করে না করে জণগণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।