আমাদের কথা খুঁজে নিন

   

তাইলে হালায় যুদ্ধেই যামু না



বিরোধী দল অবশেষে সংসদে গিয়েছে, তাদের মুখে ফুল চন্দন পরুক। কিন্তু সংসদে গিয়ে তারা প্রতিনিয়ত সরকারি দলের কুশ্রাব্য ভাষার মুখোমুখি হচ্ছেন। আহা..। তবে তারাও দেখিয়ে দিচ্ছেন যে গালাগালিতে তারা "আপোষহীন"। বিশেষ করে তরুনী মহিলা সদস্যরা এক কথায় অসাধারন।

একজন তো স্পিকারকে বলেছেন "মাইক দে"। বেশ করেছেন, এরপর স্পিকারকে চেয়ার পেটা করা হবে (আমাদের ঐতিহ্য আছে)। তার পরেও তারা সংসদে থাকুক। সংসদ কি আর মন্দির/মসজিদ যে শেখানে সর্বক্ষন শুচি হয়ে থাকতে হবে? কোনো দরকার নাই বেহুদা মিষ্টির প্রলেপ দিয়ে কথা বলার। বল্‌ সাংসদেরা মনে যা ইচ্ছা তাই বল্‌।

সংসদে ফালতু কথা হোক, পরনিন্দা হোক, এমনকি মা -বাপ তুলে গালাগালি হোক। তবু কথা হোক। আমরা প্রমিত মান ভাষায় পারব না তবে চামারের ভাষাতেই হোক। তাছারা, অনেক কথা পরিস্কার করে ভরা মজলিসেই বলতে হবে। আমরা শুনব সেসব কথা।

আমরা বমি করব সেসব শুনে, তবু শুনব, ঘর থেকে বাচ্চাদের বের করে দিয়ে শুনব। কিন্তু সংসদের বাইরে আসা চলবে না, মাসের পর মাস হাজিরা দিয়ে বেতন তুলে নেয়া চলবে না। কেউ চাইলেই বিনা আলোচনায় বিল পাস করিয়ে নিতে পারবে না। আমরা বদলাব তখনই যখন অপমানিত হব? তবে তাই হোক। কোনো বাধা নাই সাংসদেরা চালাও তোপ।

বেশি আশা করলে তোমরা আবার বলে বস কিনা " তাইলে হালায় যুদ্ধেই যামু না"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.